প্রথমবারের মতো টপ অ্যান্ড টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন পার্থ স্কর্চার্স
দৈনিক সংগ্রাম
প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৫

অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমিকে হারিয়ে প্রথমবারের মতো টপ অ্যান্ড টি-টোয়েন্টি শিরোপা জিতেছে পার্থ স্কর্চার্স একাডেমি। ডারউইনে অনুষ্ঠিত ফাইনালে ব্যাক্সটার হল্টের বিধ্বংসী সেঞ্চুরিতে পার্থ তোলে ২০৫ রান। জবাবে অ্যাডিলেড লড়াই করলেও শেষ পর্যন্ত হেরে যায় ১৫ রানে। পার্থের হয়ে ব্যাক্সটার হল্ট খেলেন ১৮০.৯৫ স্ট্রাইকরেটে ঝোড়ো ১১৪ রানের অপরাজিত সেঞ্চুরি। ১২ চার ও ৪ ছক্কায় সাজানো ইনিংসে তিনি জুটি গড়েন অধিনায়ক টিয়েগ উয়েলির সঙ্গে। তৃতীয় উইকেটে তাদের ১৬১ রানের অবিচ্ছেদ জুটি দলকে এনে দেয় ২ উইকেটে ২০৫ রানের পাহাড়সম স্কোর।
আরও পড়ুন