Advertisement

দলের সঙ্গে ঝামেলার জেরেই অবসর? অশ্বিনের বিদায়ে মুখ খুলল CSK

এই সময়

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

CSK-র সঙ্গে ঝামেলা?,সৌজন্যে ANI,
CSK-র সঙ্গে ঝামেলা?,সৌজন্যে ANI,

সদ্য IPL থেকে অবসরের ঘোষণা করেছেন রবিচন্দ্রন অশ্বিন। মাত্র আট মাসের মধ্যেই তিনি ভারতে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন। সিরিজ়ের মাঝে আন্তর্জাতিক ক্রিকেটকে তাঁর বিদায় জানানোটা যেমন ছিল চমকে দেওয়া, তেমনই IPL থেকে অবসরটাও চমকে দিয়েছে সকলকে। কারণ তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর সাড়া জাগিয়ে IPL-এ তাঁর প্রথম দল চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছিলেন। ৯.৫ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছিল CSK। অশ্বিন অবসরের কারণ হিসেবে বিদেশের ফ্র্যাঞ্চাইজ়ি লিগে খেলার কারণ দেখালেও তাতে চিড়ে ভিজছে না। সমর্থকরা অন্য কথা বলছেন।

গত কয়েক মাস অশ্বিনের সঙ্গে CSK-র সম্পর্ক ভালো ছিল না। ২০২৫ সালের IPL-এর সময়ে অশ্বিন টুর্নামেন্ট চলাকালীন একটা ইউটিউব ভিডিয়োতে দলের পরিকল্পনার কথা ফাঁস করে দেন। চর্চা হয় যেটা নিয়ে। নজর এড়ায়নি CSK কর্তাদেরও। তারা অশ্বিনকে নির্দেশ দেয় দলের অভ্যন্তরের কথা বাইরে না বলতে। সেই সময় সমস্যা মিটে যায়।

এর পর IPL শেষে অশ্বিন তাঁর নিজের চ্যানেলে একটি ভিডিয়োতে জানান, অপারেশন সিঁদুরের পর IPL যখন ফের শুরু হয় সেই সময়ে CSK দলে সই করিয়েছিল ডেওয়াল্ড ব্রেভিসকে। আর সেটা তারা করেছিল নিয়ম ভেঙে।

Ravichandran Ashwin Retirement

কী জানিয়েছিলেন অশ্বিন?

তিনি জানিয়েছিলেন, চুক্তি অনুযায়ী, নিলামে ব্রেভিসের বেস প্রাইস যেটা ছিল সেটাই দিয়েছে CSK। কিন্তু সেই অঙ্কের বাইরেও একটা অংশ তাঁকে নিয়মের বাইরে গিয়ে দিয়েছে দল। অর্থাৎ, তিনি CSK-র বিরুদ্ধে আন্ডার টেবল ট্র্যানজ়াকশনের অভিযোগ তোলেন।

A post shared by Chennai Super Kings (@chennaiipl)

এর পর CSK প্রমাণ দিয়ে দেখিয়ে দেয় তারা কোনও নিয়ম ভাঙেনি। এর পরেই অশ্বিন অবসরের ঘোষণা করল। যার পর মনে করা হয়েছে, CSK-র সঙ্গে ঝামেলার জন্যই অবসর নিতে হলো অশ্বিনকে।

Ravichandran Ashwin Retirement

সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের দাবি, অশ্বিন বুঝতে পেরেছিলেন, তাঁকে আর রাখবে না CSK। আর এই বয়সে নতুন কোনও দল তাঁকে নাও নিতে পারে কারণ গত মরশুম তাঁর ভালো যায়নি। সেই কারণে সময় থাকতেই অবসর নিলেন তিনি। জানালেন বিদেশের লিগ খেলতে চান।

যদিও CSK অশ্বিনের বিদায়বেলায় কোনও বিতর্কিত পোস্ট করেনি। তারা হলুদ জার্সিতে অশ্বিনের ছবি পোস্ট করে লেখে, ‘সুপার কিংস হিসেবে যেই যাত্রা শুরু হয়েছিল, সুপার কিংস হয়েই সেটা শেষ হলো। জীবনের বৃত্ত সম্পূর্ণ হলো। সবসময় আমাদের এক সদস্য হয়ে থাকবে।’

Lading . . .