সিরাজের ক্যাচ মিসে উত্তাল আনন্দ, বিয়ার হাতে লাফ বাংলাদেশের সমর্থকের
প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স পাতে দেওয়ার মতো নয়। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দল পরের কথা, দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধেও কষ্টার্জিত জয় পেতে হয় তাদের। কিন্তু নিজেদের সাফল্যের কথা না ভেবে অন্যের ব্যর্থতায় আনন্দ খুঁজে নেওয়াটা যেন স্বভাব হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সমর্থকদের। তেমনই এক ঘটনা ঘটল ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্টের চতুর্থ দিনে।
প্রথম সেশনে প্রসিধ কৃষ্ণর ওভারে বড় শট খেলতে যান হ্যারি ব্রুক। কিন্তু বাউন্ডারি লাইনের ধারে সেই ক্যাচ ধরতে ব্যর্থ হন মহম্মদ সিরাজ। এই ঘটনার পরেই আনন্দে লাফিয়ে ওঠেন এক বাংলাদেশি সমর্থক। ঘটনাটা কী?
ম্যাচের ৩৫তম ওভারে ঘটে এই ঘটনা। প্রসিধ কৃষ্ণর শর্ট বলে পুল শট খেলেন হ্যারি ব্রুক। লং লেগে ফিল্ডিং করছিলেন মহম্মদ সিরাজ। ক্যাচটা ধরতে কোনও সমস্যা হয়নি সিরাজের। ক্যাচ ধরার পর তাঁর বাঁ পা বাউন্ডারি লাইনে পা ঠেকে যায়। পরে বলটা ভিতর দিকে ঠেলে দিয়ে ক্যাচ ধরার চেষ্টা করেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। ফলে ছয় রান দেন আম্পায়ার। সিরাজ নিজেও বিশ্বাস করতে পারছিলেন না এই ভুল করেছেন তিনি। দু’হাতে মুখ ঢেকে দাঁড়িয়েছিলেন অনেকক্ষণ।
Prasidh Krishna was all of us, watching it unfold 😥 #SonySportsNetwork #ENGvIND #NayaIndia #DhaakadIndia #TeamIndia #ExtraaaInnings pic.twitter.com/jB138cMO13
বাউন্ডারি লাইনের ধারে বসেছিলেন কয়েকজন সমর্থক। তাঁদের মধ্যে একজন ছিলেন বাংলাদেশের জার্সি পরে। হাতে ছিল বিয়ারের গ্লাস। প্রথমে ছিলেন চুপচাপ। কিন্তু সিরাজের ক্যাচ মিসের পরে তাঁর উচ্ছ্বাস ছিল দেখার মতো। বিয়ারের গ্লাস হাতেই লাফিয়ে ওঠেন তিনি এবং হাততালি দেন। পাশে বসা ইংল্যান্ডের সমর্থকরাও এতটা উচ্ছ্বাস দেখাননি যতটা বাংলাদেশের জার্সি পরা ওই ব্যক্তি দেখান। উল্লেখ্য, সেখানে ছিলেন ভারতের এক সমর্থকও।
তবে এই প্রথম নয়। আগেও দেখা গিয়েছে ভারত-ইংল্যান্ড টেস্টে খেলা দেখতে এসেছিলেন পাকিস্তানের এক সমর্থক। ম্যাঞ্চেস্টার টেস্টে তাঁকে পাকিস্তানের জার্সি ঢাকতে বলা হয়। এই নিয়ে প্রতিবাদ করেন তিনি এবং অবশেষে অনুমতি পান জার্সি পরেই খেলা দেখার। এই ঘটনা নিয়ে চর্চা হয়েছিল ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
এ বার চর্চায় বাংলাদেশের ওই সমর্থক। বারবারই রিপ্লেতে দেখানো হয় ওই মুহূর্ত। এখন দেখার ভারত ম্যাচে ফিরতে পারে কি না। কারণ ইতিমধ্যেই হাফসেঞ্চুরি করে ফেলেছেন হ্যারি ব্রুক।