Advertisement

সুপার ফোরের লড়াইয়ে বড় ধাক্কা আফগানিস্তানের, ছিটকে গেলেন তারকা পেসার

এই সময়

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

চাপে আফগানিস্তান,Ei Samay
চাপে আফগানিস্তান,Ei Samay

এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে বড় ধাক্কা খেল পাকিস্তান। চোট পেয়ে দলের অন্যতম গুরুত্বপূর্ণ পেসার নবীন উল হক ছিটকে গেলেন। চলিত এশিয়া কাপে তিনি আর খেলতে পারবেন না। তাঁর বেরিয়ে যাওয়াটা আফগানিস্তানের সফরে একটা ধাক্কা। যদিও তাঁর বিকল্প প্লেয়ারের নাম ঘোষণা করে দিয়েছে আফগানিস্তান।

সোমবার আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, এশিয়া কাপে নবীন উল হক আর খেলতে পারবেন না। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে আবদুল্লা আহমেদজ়াইকে।

নবীন উল হক টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম সফল ক্রিকেটার। তিনি অতীতে IPL-এ লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন। তিনি ODI ক্রিকেট থেকে অবসর নেন একমাত্র টি-টোয়েন্টি ক্রিকেটকে ফোকাস করবে হবে। আফগানিস্তানের ভালো ছন্দের পিছনে তাঁর অবদান অনেকটাই বেশি। আফগানিস্তান ক্রিকেট বোর্ড প্রেস বিজ্ঞপ্তিতে বলে, ‘নবীনে কাঁধে চোট, ACB-র মেডিক্যাল টিম তাঁকে এখনও সবুজ সংকেত দেয়নি। নবীন ফিট না হওয়ার পর্যন্ত রিহ্যাব চালিয়ে যাবেন। রিজ়ার্ভ দলে থাকা আবদুল্লা আহমেদজ়াইকে দলে নেওয়া হয়েছে।’

🚨 SQUAD UPDATE 🚨

Afghanistan's veteran fast bowler, Naveen Ul Haq, has been ruled out of the ACC Men's T20 Asia Cup 2025. He is still recovering from a shoulder injury and has not been declared fit by the ACB medical team to participate in the remaining matches. Naveen will… pic.twitter.com/Sz4rJyV6k5

নবীন উল হক এশিয়া কাপের আগে শেষ হওয়া ত্রিদেশিয় সিরিজ়েও খেলেননি। এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংয়ের বিরুদ্ধেও তিনি ছিলেন না প্রথম একাদশে।

নবীন উল হক টি-টোয়েন্টি ক্রিকেটে ৪৮টা ম্যাচ খেলে নিয়েছেন ৬৭টা উইকেট। তিনি দলের ডেথ ওভার স্পেশালিস্ট। তাঁর জায়গায় সুযোগ পাওয়া আহমেদজ়াই একটা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিনি প্রথম ম্যাচে তিন ওভার বল করে এক উইকেট নিয়ে দিয়েছেন ৩১।

Lading . . .