ক্রিকেটের মাঝে অন্য পেশা, অনলিফ্যান্সে যোগ বিরাট-রোহিতের প্রাক্তন সতীর্থের
প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

সাধারণত ক্রিকেট থেকে অবসর নিলেও অধিকাংশ প্লেয়াররাই যুক্ত থাকেন খেলার সঙ্গে। কেউ যোগ দেন কোচিংয়ে। কেউ আবার ধারাভাষ্য বা ক্রিকেট সম্পর্কিত অন্য পদে যোগ দেন। তবে অবসর নেওয়ার আগেই পুরোপুরি উল্টো পথে হেঁটেছেন রোহিত শর্মা, বিরাট কোহলির এক সময়ের সতীর্থ। ইংল্যান্ডের প্রাক্তন পেসার টিমাল মিলস যোগ দিয়েছেন অ্যাডাল্ট সাইট অনলিফ্যান্সে।
বিশ্বের প্রথম পেশাদার ক্রিকেটার হিসেবে মাত্র ৩২ বছর বয়সেই অনলিফ্যান্সে নিজের অ্যাকাউন্ট খুলেছেন তিনি। জাতীয় দলে আর সুযোগ না পেলেও IPL-এ খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। কেন এই সিদ্ধান্ত নিলেন মিলস?
কেন অনলিফ্যান্সে যোগ দিয়েছেন টিমাল মিলস?
এই সিদ্ধান্ত নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ইংল্যান্ডের ক্রিকেটার। তিনি বলেন, আমি সমস্ত রকম ভুল ধারণা দূর করতে চাই। এই প্ল্যাটফর্মটা মূলত জনপ্রিয় প্রাপ্তবয়স্কদের জন্য। তবে আমি যা করব সেটা এসবের থেকে একেবারেই আলাদা। কোনও ধরনের গ্ল্যামার শট থাকবে না। পুরোপুরি ক্রিকেট এবং লাইফস্টাইলের কনটেন্ট দিয়েই সাজানো থাকবে অ্যাকাউন্ট। খুবই উৎসাহিত যাত্রা শুরুর জন্য।’
ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য এটাকে আদর্শ মাধ্যম হিসেবে মনে করছেন মিলস। তিনি বলেন, ‘মিডিয়ার সামনে প্লেয়ারদের অনেক কাটছাঁট করে কথা বলতে হয়। তাই এই প্ল্যাটফর্মে মূলত আমি ক্রিকেটারদের জীবনের বাস্তব ছবিটা তুলে আনতে চাই। এর মধ্যে ভালো, খারাপ- সবটাই থাকবে।’ মিলস জানান, বিনামূল্যে তাঁর চ্যানেল সাবস্ক্রাইব করা গেলেও কিছু কিছু কনটেন্ট দেখার জন্য টাকা দিতে হবে।
England's Tymal Mills has agreed a partnership with OnlyFans that will see him become the first cricketer on the content creator platform. https://t.co/qYJ5PdubmO pic.twitter.com/potwPltE2T
টিমাল মিলসের ক্রিকেট কেরিয়ার
২০১৬ সালে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ২০১৭ পর্যন্ত নিয়মিত খেললেও তার পরে বাদ পড়েন। ৫ বছর পরে ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাক পান দলে। এর মাঝে খেলেছেন বিশ্বের বিভিন্ন ঘরোয়া টি-টোয়েন্টি লিগ এবং কাউন্টি ক্রিকেট। IPL-এ খেলেছেন বেঙ্গালুরু ও মুম্বইয়ের হয়ে। ১০ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট।