২৫ বছরের কেরিয়ারে ইতি, ক্রিকেটকে বিদায় জানালেন অমিত মিশ্র
প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫

সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন চেতেশ্বর পূজারার। এ বার সেই পথেই হাঁটলেন আর এক অভিজ্ঞ ক্রিকেটার অমিত মিশ্র। ২৫ বছরের ক্রিকেট কেরিয়ারে ইতি টানলেন। বৃহস্পতিবার এই ঘোষণা করেন ৪২ বছর বয়সি এই ক্রিকেটার।
জাতীয় দলের জার্সিতে অনেক আগেই ব্রাত্য হয়ে পড়েছিলেন। তবে খেলা চালিয়ে যাচ্ছিলেন ঘরোয়া ক্রিকেট এবং IPL-এ। শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন ২০২৪ সালে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে। গত মরশুমে IPL-এ অবিক্রিত থাকেন তিনি। এ বার সব ধরনের ক্রিকেট থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন পাকাপাকিভাবে। মূলত একের পর এক চোট এবং নতুন প্রজন্মের ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত, তা জানিয়েছেন অমিত মিশ্র।
অবসর নিয়ে কী বললেন অমিত মিশ্র?
বৃহস্পতিবার সকালে অবসরের খবর প্রকাশ্যে আনেন অমিত মিশ্র। তিনি বলেন, ‘২৫ বছরের এই ক্রিকেট কেরিয়ারে স্মরণীয় ঘটনা কম ঘটেনি। BCCI ও হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে কৃতজ্ঞতা জানাতে চাই। তা ছাড়াও গোটা সময়টা জুড়ে পাশে থাকার জন্য সমস্ত সাপোর্ট স্টাফ, সতীর্থ এবং পরিবারের সদস্যদের ধন্যবাদ জানাই।’
Today, after 25 years, I announce my retirement from cricket — a game that has been my first love, my teacher, and my greatest source of joy.
This journey has been filled with countless emotions — moments of pride, hardship, learning, and love. I am deeply grateful to the BCCI,… pic.twitter.com/ouEzjU8cnp
সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তিনি বলেন, ‘বিশ্বের যে কোনও প্রান্তে, যখনই খেলতে গিয়েছি, পাশে পেয়েছি সমর্থকদের। ওঁদের কারণেই এই সফর এতটা স্মরণীয় হয়ে উঠেছে। ক্রিকেট আমায় অনেক কিছু দিয়েছে। মাঠে কাটানো প্রতিটা মুহূর্ত গোটা জীবনের সম্পদ হয়ে থাকবে আমার কাছে।’
#AmitMishra
Happy Retirement @MishiAmit 🙏
He used to spin so much...🔥🔥
Classic Leg Spin Bowling ❤️❤️👇 pic.twitter.com/dJL5PcACLS
অমিত মিশ্রের ক্রিকেট কেরিয়ার
২০০০ সালে ঘরোয়া ক্রিকেটে খেলা শুরু করেন হরিয়ানার হয়ে। তবে জাতীয় দলের হয়ে খেলার জন্য অপেক্ষা করতে হয় আরও তিন বছর। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তাঁর। ক্রিকেট কেরিয়ারে খেলেছেন মোট ২২টি টেস্ট, পেয়েছেন ৭৬টি উইকেট। ৩৬টি ODI ম্যাচ খেলে এই লেগস্পিনার নিয়েছেন ৬৪টি উইকেট। দেশের জার্সিতে ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে পেয়েছেন ১৬টি উইকেট। জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলেন ২০১৭ সালে।
Amit Mishra in IPL :
Match - 162
Wickets - 174
Economy - 7.38
Average - 23.82
Best - 5/17
Three Hat Trick in IPL 🤯
Amit Mishra announced his retirement from All Format. pic.twitter.com/9IQgOCVtZK
IPL-এও তাঁর কেরিয়ার মনে রাখার মতো। এখনও পর্যন্ত IPL-এর ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটপ্রাপকদের তালিকায় সাত নম্বরে রয়েছেন তিনি। খেলেছেন মোট চারটি দলের হয়ে। ১৬২ ম্যাচে নিয়েছেন ১৭৪টি উইকেট। সেরা বোলিং ১৭ রানে ৫ উইকেট। একমাত্র বোলার হিসেবে তিনটি হ্যাটট্রিকের রেকর্ডও তাঁর দখলে।
তবে অবসর নিলেও কমেন্ট্রি ও কোচিংয়ের মাধ্যমে ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন অমিত মিশ্র।
আরও পড়ুন