প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি দ্বিতীয় আসরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৪ সেপ্টেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টের। প্রথম দিনে মাঠে গড়াবে দুটি ম্যাচ। রাজশাহীতে লড়বে খুলনা ও চট্টগ্রাম। বগুড়ায় মুখোমুখি হবে ঢাকা ও বরিশাল। টুর্নামেন্টের প্রথম দুই রাউন্ডের সব ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম ও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। এরপর তৃতীয় রাউন্ড ও নকআউট পর্বের খেলায় অংশ নিতে দলগুলো যাবে সিলেট। গ্রুপ পর্ব শেষে সেরা চার দল নকআউট পর্বে খেলার সুযোগ পাবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৩০ সেপ্টেম্বর এলিমিনেটর ও কোয়ালিফায়ার ম্যাচ দিয়ে শুরু হবে শিরোপার চূড়ান্ত লড়াই। এরপর ১ অক্টোবর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল। সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর। যেখানে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। জাতীয় দলের ক্রিকেটাররা যখন এশিয়া কাপে ব্যস্ত সময় পার করবে, ঠিক সেই সময়েই এবার মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগ।
আরও পড়ুন