Advertisement

UAE-র বিরুদ্ধে রেকর্ডের ম্যাচ, কোন নজির গড়ল ভারত?

এই সময়

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

কী কী রেকর্ড গড়ল ভারত?,Ei Samay
কী কী রেকর্ড গড়ল ভারত?,Ei Samay

এশিয়া কাপটা ভারত দাপটের সঙ্গে শুরু করেছে। ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় দলকে পাকিস্তান ম্যাচের আগে মানসিক দিক থেকে অনেকটাই এগিয়ে রাখল। পাশাপাশি দল যে তৈরি সেটা প্রমাণিত হলো। এই ম্যাচ জয়ের সঙ্গে ভারত একটা রেকর্ডবুকে নাম লিখিয়ে ফেলল। ICC-র পূর্ণ সদস্যের দল হিসেবে সবচেয়ে বেশি বলে ম্যাচ জয়ের তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিল।

সবচেয়ে বড় জয় পেল ভারত

টি-টোয়েন্টিতে বাকি থাকা বলের দিক থেকে সবচেয়ে বড় জয় রেকর্ড করল ভারত। ভারত ৫৮ রান তাড়া করে মাত্র ২৭ বলে। ৯৩ বল বাকি থাকতে ম্যাচটি জিতে যায় টিম ইন্ডিয়া। এর আগে টি-টোয়েন্টিতে এত বল বাকি থাকলেও ম্যাচ জিততে পারেনি ভারত। কিন্তু সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে ইতিহাস গড়ল।

Indian Cricket Team record

প্রথম বোলিংয়ে নিজেদের শক্তি দেখিয়েছে ভারত। এরপর ব্যাটিংয়ে ভালো পারফরম্যান্স করে সবার মন জয় করে। ভারতের হয়ে কুলদীপ যাদব চার উইকেট নেন এবং শিবম দুবে তিন উইকেট নেন। এদের দাপটে UAE ১৩.১ ওভারে ৫৭ রানে গুটিয়ে যায়।

🚨 HISTORY CREATED BY INDIA. 🚨

- India registered their biggest ever T20i win in history (balls remaining). 🇮🇳 pic.twitter.com/RY0CZ96nlR

দেখে নিন ICC-র পূর্ণ সদস্যের দলগুলোর মধ্যে কারা কারা কম বলে জিতল

১০১ ইংল্যান্ড বনাম ওমান, ২০২৪

৯৩ ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহী, দুবাই ২০২৫

৯০ শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, চট্টগ্রাম ২০১৪

৯০ জ়িম্বাবোয়ে বনাম মোজাম্বিক, নাইরোবি ২০২৪

Indian Cricket Team record

ইনিংসের প্রথম বলে ছক্কা

এর আগে ভারতীয় ব্যাটাররা টি-টোয়েন্টি ক্রিকেটে ইনিংসে প্রথম বলে ছক্কা মারেন ২০২১ সালে আমেদাবাদে। আদিল রশিদের বলে রোহিত ছক্কা মেরেছিলেন।

এর পর ২০২৪ সালে যশস্বী জয়সোয়াল মারেন সিকান্দার রাজ়াকে হারারেতে

এ বার মারলেন অভিষেক শর্মা। হায়দার আলি বলে।

Lading . . .