Advertisement

অবসরের পরেও মাসে মোটা টাকা আয়, বোর্ডের থেকে কত পেনশন পাবেন পূজারা?

এই সময়

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

চেতেশ্বর পূজারা,Ei Samay
চেতেশ্বর পূজারা,Ei Samay

দীর্ঘ ১৫ বছরের ক্রিকেট কেরিয়ারে ইতি টেনেছেন চেতেশ্বর পূজারা। ODI ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন আগেই। এ বার টেস্ট ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন। শুধু আন্তর্জাতিক নয়, সব ধরনের ক্রিকেট থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ৩৭ বছরের এই ক্রিকেটার। কিন্তু খেলা ছাড়লেও, আয়ে টান পড়ছে না তাঁর। বোর্ডের থেকে মোটা টাকার পেনশন পাবেন পূজারা। জানেন টাকার অঙ্কটা?

২০২২ সালের পর থেকে প্রাক্তন ক্রিকেটার ও আম্পায়ারদের পেনশনের স্কিমে পরিবর্তন এনেছে BCCI। অনেকটাই বাড়ানো হয়েছে টাকার অঙ্ক। এই নিয়ে প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘প্রাক্তন ক্রিকেটারদের আর্থিক স্থিতির খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেশের হয়ে দায়িত্ব পালন করেন ওঁরা। তাই অবসরের পরে ওঁদের পাশে থাকাটা BCCI-এর কর্তব্য। আম্পায়াররাও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ম্যাচে। তাই ওঁদের অবদানকেও সম্মান জানানো উচিত।’

Not all heroes hit sixes, some stand tall, session after session. ❤

Thank you, #CheteshwarPujara pic.twitter.com/Y75PE2WygN

কত টাকা পেনশন পাবেন পূজারা?

বোর্ডের এই নতুন স্কিম অনুযায়ী মাসে ৭০ হাজার টাকা করে পেনশন পাবেন চেতেশ্বর পূজারা। প্রাক্তন টেস্ট প্লেয়ারদের মধ্যে আপার টায়ারে থাকা ক্রিকেটাররা আগে পেতেন ৫০ হাজার টাকা। ২০২২ সালের পরে সেই অঙ্কটা বাড়িয়ে করা হয় ৭০ হাজার টাকা। তাই এই অঙ্কের টাকা পাবেন পূজারা।

Truly grateful for all the love and wishes 🙏 pic.twitter.com/TiQLIEhzXC

তবে শুধু পেনশনই নয়। জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়ায় অনেকদিন আগেই কমেন্ট্রিতে যোগ দিয়েছেন পূজারা। সদ্য সমাপ্ত ভারত-ইংল্যান্ড সিরিজ়েও ধারাভাষ্যকরের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। তা ছাড়াও একজন কালার অ্যানালিস্ট হিসেবে BBC-র ‘টেস্ট ম্যাচ স্পেশাল’ কমেন্ট্রি টিমে যোগ দিয়েছেন।

একাধিক রিপোর্টে প্রকাশ, কমেন্ট্রি বাবদ প্রতিদিন ভারতীয় মুদ্রায় প্রায় ৪ লাখ টাকা করে পান চেতেশ্বর পূজারা। তাই ক্রিকেটকে বিদায় জানালেও ক্রিকেট মাঠ থেকে দূরে থাকতে হবে না পূজারাকে।

Lading . . .