Advertisement

এশিয়া কাপে যাত্রা শুরু ভারতের, কোথায় ও কখন দেখবেন UAE-র বিরুদ্ধে ম্যাচ?

এই সময়

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

ভারত বনাম UAE,Ei Samay,
ভারত বনাম UAE,Ei Samay,

বুধবার থেকে এশিয়া কাপে যাত্রা শুরু করছে ভারত। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ UAE-এর বিরুদ্ধে ম্যাচ ভারতের। তবে কোনওমতেই বিপক্ষকে হালকা ভাবে নিচ্ছে না ভারত। তাই পূর্ণশক্তির দল নামাচ্ছে। তবে প্রথম একাদশে কারা জায়গা পাবেন সেই নিয়ে চলছে চর্চা। সঞ্জু স্যামসন না জিতেশ শর্মা, প্রধান উইকেটকিপার হিসেবে কে থাকবেন প্রথম একাদশে, সেটাই দেখার। তবে প্রথম একাদশ সাজানোর পিছনে বড় ভূমিকা নিতে চলেছে পিচ। বিশেষজ্ঞদের দাবি, গত দুই বছরের তুলনায় কিছুটা হলেও চরিত্র বদলেছে দুবাইয়ের পিচের। তেমনটাই জানালেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেলও।

চ্যাম্পিয়ন্স ট্রফির তুলনায় অনেকটাই আলাদা পিচ এশিয়া কাপের জন্য। ম্যাচের দুই দিন আগে ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল জানিয়েছিলেন পিচে ঘাস রয়েছে। তাই নতুন বলে সুবিধা পাবেন পেসাররা। আদায় করতে পারবেন স্যুইংও। তবে অসমান বাউন্স বড় ভূমিকা নিতে পারে ম্যাচের ভাগ্য নির্ধারণে। তবে স্পিনাররা যে সুবিধা পাবেন না, সেটা নয়। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির মতো পুরোটাই স্পিনসহায়ক পিচ হবে না, সেটা নিশ্চিত।

Trophy photo ✅
Media duties ✅
Intense practice ✅
Meetings and discussions ✅

Captain @surya_14kumar ticks all the boxes and is all SET to lead #TeamIndia in the #AsiaCup2025 #INDvUAE pic.twitter.com/gF8ETJrut7

ফলে দুই পেসার ও দুই স্পিনারে টিম সাজাতে পারে ভারত। স্পেশ্যালিস্ট পেসার হিসেবে জশপ্রীত বুমরার সঙ্গী হতে পারেন অর্শদীপ সিং। সঙ্গে থাকবেন হার্দিক পান্ডিয়া। তবে শিবম দুবে খেলবেন কি না, সেটা নিশ্চিত নয়। তবে কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীর মধ্যে কাকে বেছে নেবে টিম ম্যানেজমেন্ট, সেটাই দেখার। স্পিনার অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেলের থাকা নিশ্চিত।

Before we take on the World again, let's conquer Asia 💪

India's campaign starts today and we are absolutely ready to defend our crown 🏆 #TeamIndia | #AsiaCup2025 pic.twitter.com/LfvfwzdjeM

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত হবে এই ম্যাচ।

ভারতীয় সময় সন্ধে ৮টা থেকে শুরু।

টিভিতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচ। সোনি স্পোর্টস টেন ১, সোনি স্পোর্টস টেন ১ HD, সোনি স্পোর্টস টেন ৫, সোনি স্পোর্টস টেন ৫ HD চ্যানেলে সরাসরি দেখা যাবে ম্যাচ। তাছাড়াও SonyLIV অ্যাপ ও ওয়েবসাইটেও লাইভ স্ট্রিমিং হবে ম্যাচের।

India vs UAE

Lading . . .