Advertisement

ঢাকা বিভাগ থেকে কাউন্সিলরশিপ গ্রহণ করলেন বুলবুল

দৈনিক সংগ্রাম

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

সবকিছু ঠিক থাকলে আগামী ৪ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্টিত হবে।তার আগে সংগঠকদের মাঝে শুরু হয়েছে কাউন্সিলার হওয়ার দৌড়ঝাঁপ। আগেই জানা ছিল, আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিম - দুজনেই অংশ নেবেন বিসিবির নির্বাচনে। তারই ধারাবাহিকতায় ঢাকা বিভাগ থেকে কাউন্সিলরশিপ গ্রহণ করেছেন বুলবুল। সোমবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে সেখান থেকে কাউন্সিলরশিপ গ্রহণ করেন আমিনুল ইসলাম বুলবুল। সেখানে তিনি একটি বৈঠকও করেছেন।

গত বছর এনএসসি থেকে মনোনয়ন পেয়ে বিসিবি পরিচালক হয়েছিলেন নাজমুল আবেদীন ফাহিম। আর চলতি বছর এনএসসি থেকে মনোয়ান দেওয়া হয় বুলবুলকে। পরবর্তীতে পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি নির্বাচন হন তিনি। তবে বর্তমানে বুলবুল ও ফাহিম দুজনের কেউই এনএসসির কোটায় নির্বাচন করতে চাচ্ছেন না।

কেননা, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হিসাবে থাকলে যে কোনো সময় বাদ পড়তে পারেন বোর্ডের বর্তমান সভাপতি। এমন আশঙ্কা থেকে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হয়ে পরিচালক পদে নির্বাচন করতে চান তিনি। তাই মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর করা হয় তাকে।

ক’দিন আগে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। সেই কমিটিতে মোহাম্মদ আশরাফুলের নাম ছিল। কিন্তু গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নতুন এক বিজ্ঞপ্তিতে এনএসসি জানিয়েছে, আশরাফুলের পরিবর্তে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটিতে যুক্ত করা হয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে।

আরও পড়ুন

Lading . . .