Advertisement

‘নো হ্যান্ডশেক’ বিতর্কে নয়া মোড়, ভারতের বিরুদ্ধে নালিশ পাকিস্তানের

এই সময়

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ভারতের বিরুদ্ধে প্রতিবাদের ঘোষণা পাকিস্তানের,Ei Samay,
ভারতের বিরুদ্ধে প্রতিবাদের ঘোষণা পাকিস্তানের,Ei Samay,

একে মর্যাদার ম্যাচে লজ্জার হারের ক্ষত। তার উপর আবার ভারতীয় ক্রিকেটারদের ‘জবাব’। এই জোড়া ধাক্কা যেন সামলাতে পারছে না পাকিস্তান। ম্যাচ শেষে পাক ক্রিকেটারদের সঙ্গে সূর্যকুমার-হার্দিকদের হ্যান্ডশেক না করার বিষয়টা মেনে নিতে পারছে না পাকিস্তান। তাই এ বার প্রতিবাদের পথে হাঁটল তারা। ভারতীয় ক্রিকেটারদের পক্ষ থেকে সৌজন্য না দেখানোর বিষয়টা স্পোর্টসম্যান স্পিরিটের বিরোধী বলে মনে করছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। তাই এই ইস্যুটা নিয়ে ACC-র দ্বারস্থ হলো তারা। ম্যাচ রেফারির বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।

কী বলা হয়েছে PCB-র পক্ষ থেকে?

আগেই নাকি ম্যাচ রেফারি পাকিস্তান ক্রিকেট টিমের ক্যাপ্টেন সলমন আলি আঘাকে জানিয়েছিলেন ভারতীয়দের সঙ্গে হ্যান্ডশেক না করার বিষয়ে। তাই টসের সময়ে এবং ম্যাচের শেষে সূর্যকুমার যাদব কোনও সৌজন্য দেখাননি।

এই নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, ‘ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ক্যাপ্টেন সলমন আলি আঘাকে বলেছিলেন, টসের সময়ে ভারতীয় দলের অধিনায়কের সঙ্গে হাত না মেলাতে। হ্যান্ডশেক করার জন্য বলতে বা হাত বাড়াতেও বারণ করা হয়। তাই এই স্পোর্টসম্যান-স্পিরিট বিরোধী ব্যবহারের বিরুদ্ধে পাকিস্তান আনুষ্ঠানিক ভাবে প্রতিবাদ ঘোষণা করেছে।’

PCB decided not to send their captain Salman Ali Agha for the post-match presentation as a protest against India, who skipped the customary handshakes.

In a statement, PCB deemed India's behaviour unsporting and against the spirit of the game. pic.twitter.com/dCfEpIrAM9

পাক বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, এই কারণেই পোস্ট-ম্যাচ প্রেজ়েন্টেশনে আসেননি পাকিস্তানের ক্যাপ্টেন সলমন আলি আঘা। সাংবাদিক বৈঠকে পাঠানো হয় পাক দলের কোচ মাইক হেসনকে।

India vs Pakistan

ভারতীয় দলের পক্ষ থেকে এই আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ACC-র প্রেসিডেন্ট মহসিন নকভিও। তিনি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, ‘এই ঘটনায় খুবই হতাশ হয়েছি। খেলার মাঝে রাজনীতিকে টেনে আনার কোনও অর্থ হয় না। আশা করি ভবিষ্যতে কোনও দলকেই এইভাবে জয় উদযাপন করতে হবে না।’

Mohsin Naqvi's X Post. 👀 #asiacup2025 #PakVsIndia #pakvsindia2025 pic.twitter.com/aRtRaNpRhN

তবে এসব নিয়ে মাথা ঘামাচ্ছে না ভারতীয় শিবির। নিজের সিদ্ধান্ত সঠিক বলেই জানিয়েছেন ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদব।

Lading . . .