খেলার মাঝে ট্রিপল এইচের সেলিব্রেশন, চর্চায় ভারতীয় আম্পায়ার, দেখুন ভিডিয়ো
প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

ক্রিকেটে সবসময় আলোচনায় থাকেন ক্রিকেটাররা, সেটাই স্বাভাবিক। তবে সবচেয়ে বেশি যারা মাঠে থাকেন সেই আম্পায়াররা আলোচনা থেকে দূরেই থাকেন। গুরু গম্ভীর আম্পায়াররা আলোচনায় আসেন কোনও বিতর্কিত সিদ্ধান্ত বা কোনও মজার ঘটনা ঘটলে। এ বার সেই কারণের জন্য শিরোনামে এলেন আম্পায়ার। ওয়াইড সিগন্যাগ দেখাতে গিয়ে WWE-র প্রাক্তন রেসলার ট্রিপল এইচকে নকল করলেন। সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ঘটনাটি কী?
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো এখন ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে পাড়ার একটি ম্যাচ খেলা হচ্ছে। বোলার একটি ওয়াইড বল করেন। আম্পায়ার স্বাভাবিক ভঙ্গিতে ওয়াইড সিগন্যাল না দেখিয়ে একটু আলাদা স্টাইলে দেখান। তিনি জিমন্যাস্টের ভঙ্গিতে দুই পা ফাঁক করে জাম্প করেন। এর পর তিনি উঠে দাঁড়িয়ে দু’হাত সরিয়ে ট্রিপল এইচের স্টাইল নকল করেন।
🚨 RARE VIDEO 🚨
- A new way to give a wide feat. Triple H (WWE) 😂
- Look at the Umpire 👇🏻 pic.twitter.com/CNmemPI2od
ট্রিপল এইচের স্টাইল?
রিংয়ে প্রবেশের সময়ে ট্রিপল এইচ রিংয়ের রোপের সামনে দাঁড়িয়ে দু হাত প্রসারিত করে উপরের দিকে তাকিয়ে জল ছুঁড়তেন। সেটাই এই আম্পায়ারকে করতে দেখা যায়। যদিও কোন ম্যাচে এই ঘটনাটি ঘটেছে এবং আম্পায়ারের নাম কী সেটা জানা যায়নি।
ট্রিপল এইচের এই স্টাইল দেখে, অনেকে পুরোনো স্মৃতিতে ফিরে গিয়েছেন। ট্রিপল এই অবসরের পর এখন WWE-র ম্যানেজমেন্টে রয়েছেন, এই কারণে তাঁকে আর রিংয়ে দেখা যায় না। কিন্তু তাঁর এই স্টাইলগুলো কেউ না কেউ অনুকরণ করায় সেটা নিয়ে আবেগপ্রবণ রেসলিং সমর্থকরা।
তবে এই প্রথম নয়, একাধিক আম্পায়ার অভিনব কায়দায় ক্রিকেটের সময়ে সিগন্যাল দিতেন। যেমন নিউ জ়িল্যান্ডের প্রাক্তন আম্পায়ার বিলি বাউডেন। তিনি পরিচিত ছিলেন অভিনব কায়দায় সিগন্যাল দেওয়ার জন্য। কোনও ব্যাটার আউট হলে তিনি আঙুল বাঁকিয়ে আউটের সিগন্যাল দিলেন। চারের ক্ষেত্রেও তিনি অভিনব কায়দায় সিগন্যাল দিতেন।
আরও পড়ুন