শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি করে সুখবর পেলেন সাইফ
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

গত কয়েক মাস ধরেই বল হাতে নিয়মিত পারফর্ম করছেন মুস্তাফিজুর রহমান। বিশেষ করে টি-টোয়েন্টিতে যেন পুরোনো রূপে ফিরেছেন এই পেসার। চলমান এশিয়া কাপেও সেরা ধারা অব্যাহত রেখেছেন। তার এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাংকিংয়েও।
সর্বশেষ দুই ম্যাচে ৬ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। তাতে আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়েছেন তিনি। ৬৬০ রেটিং পয়েন্ট নিয়ে এখন ৯ নম্বরে অবস্থান করছেন মুস্তাফিজ।
বোলিংয়ে উন্নতি করেছেন শেখ মেহেদি ও তানজিম হাসান সাকিব। মেহেদি তিন ধাপ এগিয়ে ৬২৯ রেটিং পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে উঠে এসেছেন। আর সাকিব ২ ধাপ এগিয়ে ৫২৬ রেটিং পয়েন্ট নিয়ে ৪০তম স্থানে আছেন।
তবে টি-টোয়েন্টি বোলারদের মধ্যে অবনতি হয়েছে বেশ কয়েকজন বাংলাদেশি বোলারের। ২ ধাপ পিছিয়ে রিশাদ এখন ২৬তম স্থানে, একধাপ পিছিয়ে ৩১তম স্থানে তাসকিন, দুই ধাপ পিছিয়ে ৫৮তম হাসান মাহমুদ, ৬ ধাপ পিছিয়ে ৬৪তম শরিফুল ইসলাম।
ব্যাটারদের মধ্যে উন্নতি করেছেন সাইফ হাসান। সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন তিনি। ৬১ রানের সেই ইনিংসের ফলে র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন এই ওপেনার। টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাংকিংয়ে ১৩৩ ধাপ এগিয়ে ৪২৩ রেটিং পয়েন্ট নিয়ে ৮১তম স্থানে অবস্থান করছেন সাইফ।
এইচজেএস