Advertisement

T20 দলে শুধু প্রত্যাবর্তনই নয়, স্কাইয়ের ডেপুটি হতে পারেন গিল, কপাল পুড়বে অক্ষরের

এই সময়

প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

শুবমান গিল।
শুবমান গিল।

শুবমান গিলের ভাগ্য এখন তুঙ্গে। ভারতীয় দলে তাঁর গুরুত্ব এবং দায়িত্ব দিন দিন বাড়ছে। ইতিমধ্যেই টিম ইন্ডিয়ার অন্যতম প্রধান ব্যাটার হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি তাঁকে টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল, আর সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি ফুলমার্কস পেয়েছেন। অধিনায়ক এবং ব্যাটার হিসেবে তাঁর পারফরম্যান্স গোটা বিশ্ব দেখেছে। ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে গিল শুধু সর্বোচ্চ রান সংগ্রাহকই হননি, দক্ষ নেতৃত্বে সিরিজ ২-২ ড্র করিয়ে দেশে ফিরেছেন।

আর এই দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও তিনি সম্ভবত পেতে চলেছেন। শীঘ্রই তাঁর নাম টি২০ দলের সহঅধিনায়ক হিসেবে ঘোষণা করা হতে পারে। সম্প্রতি এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী মাসে সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত এশিয়া কাপের জন্য ভারতীয় টি-টোয়েন্টি স্কোয়াডে অক্ষর প্যাটেলের স্থলাভিষিক্ত হতে চলেছেন তিনি। সূত্রের দাবি, বিসিসিআই শুবমান গিলকে সহ-অধিনায়ক হিসেবে পুনরায় নিযুক্ত করতে চলেছে, যা দলের ভারসাম্যে পরিবর্তন আনতে পারে।

Shubman Gill was set to return as India’s T20I vice-captain

সূর্যকুমার যাদবের ডেপুটি হতে পারেন গিল

RevSportz-এর এক রিপোর্ট অনুযায়ী, আসন্ন এশিয়া কাপ ২০২৫-এর জন্য ভারতের যে টি২০ দলটি বেছে নেওয়া হবে, সেই দলের সহঅধিনায়ক করা হতে পারে শুবমানকে। এই টুর্নামেন্টটি ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হবে। এবার এই টুর্নামেন্টটি টি২০ ফরম্যাটে হবে। অর্থাৎ, গিলকে এবার টি২০ দলেও নেতৃত্বের ভূমিকায় দেখা যাবে, এর অর্থ, আগামী বছরের টি২০ বিশ্বকাপে কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকর তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখতে চাইছেন। পাশাপাশি সূর্যকুমার যাদবের ডেপুটি হিসেবে গিলকে বেছে নেওয়ার সিদ্ধান্ত থেকেই স্পষ্ট যে, টিম ম্যানেজমেন্ট তাঁকে তিনটি ফরম্যাটেই ধরে রাখতে চাইছে।

Shubman Gill was set to return as India’s T20I vice-captain

এক বছর পর টি২০ দলে প্রত্যাবর্তন হবে গিলের

২৫ বছর বয়সী গিল শেষ বার ভারতের হয়ে টি২০ খেলেছিলেন ২০২৪ সালের অগস্টে, শ্রীলঙ্কা সফরে। তারপর থেকে তিনি শুধু টেস্ট এবং ওয়ানডে খেলেছেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি, টেস্ট ক্রিকেট এবং আইপিএলে তাঁর ধারাবাহিক ফর্ম দেখে তাঁকে আবার টি২০ দলে ফেরানো হচ্ছে। শুবমান ভারতের হয়ে ২১টি টি২০ ম্যাচে ৩০ গড়ে ৫৭৮ রান করেছেন। তিনি সেই বিরল ভারতীয় ব্যাটারদের একজন, যিনি তিনটি ফরম্যাটেই আন্তর্জাতিক শতরান করেছেন। টি২০-তে তাঁর নামের পাশে রয়েছে একটি সেঞ্চুরি এবং তিনটি অর্ধশতরান।

প্রসঙ্গত, শুবমান গিল ইতিমধ্যেই ওয়ানডে দলের সহ-অধিনায়ক, এবং ভবিষ্যতে এই ফরম্যাটেও তাঁকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হতে পারে। বর্তমানে ওডিআই দলের অধিনায়ক রোহিত শর্মা।

Lading . . .