ঘুরিয়ে ‘অপারেশন সিঁদুর’কে খোঁচা? উসকানি পাক ক্রিকেটারের
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫
পাকিস্তানকে হারানোর পর জয়টা ভারতীয় সেনাকে উৎসর্গ করেছেন সূর্যকুমার যাদব। পাশাপাশি পহেলগামে নিহতদের পরিবারের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ বার এই ঘটনাটি নিয়ে ভারতীয় প্লেয়ারদের খোঁচা মারলেন পাক পেসার আমির জামাল। ঘুরপথে অপারেশন সিঁদুরের নিন্দা করলেন তিনি।
ম্যাচের আগে থেকেই ছিল বিতর্ক। সেটা আরও বাড়ে পাকিস্তান অধিনায়কের সঙ্গে সূর্যকুমার যাদব হাত না মেলানোয়। এর পর ম্যাচের পরেও সূর্যকুমার যাদব ও শিবম দুবে হাত মেলাননি পাকিস্তান দলের সঙ্গে। বদলে ড্রেসিংরুমে ঢুকে ভারতীয় দল দরজা বন্ধ করে দেয়। পাকিস্তান দল হাত মেলাতে গেলেও তাদের পাত্তা দেয়নি। এরপর পাকিস্তান শিবির থেকে নিন্দা করা হয়েছে। বারবার স্পোর্টসম্যান স্পিরিটের কথা বলা হয়েছে তাদের পক্ষ থেকে। এ বার এটা থেকে কয়েক ধাপ এগিয়ে গেলেন আমির জামাল। সব সীমা পার করলেন তিনি।
Well when it come to sportsmanship #india will always lack of these things
Just watched #sky presser after the match where he quoted that government @BCCI were on the same page to give a proper reply
Thats not a reply its game of cricket.
and if you really wanted to give a…
সীমা পার আমির জামালের
সূর্যকুমার যাদব ম্যাচের পর পহেলগাম ও অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তোলেন। তার পর আমির জামাল নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন। লেখেন, ‘যখন স্পোর্টসম্যানশিপের কথা আসে তখন ভারত পিছিয়ে থাকে। আমি জাস্ট স্কাই (সূর্যকুমার যাদব)-এর কথা শুনলাম এবং দেখলাম কী ভাবে সরকার ও BCCI-এর চাপে পড়ে সূর্য কথা বলল। কারণ সূর্য যা বলেছে সেই একই কথা বলেছিল ভারত সরকার ও BCCI। এগুলো উত্তর দেওয়ার জায়গা নয়। এটা ক্রিকেট খেলার জায়গা। যখন ৬-০ হলো সেই সময় উত্তর দিতে পারতে।’
৬-০ বলতে কী বোঝাতে চেয়েছেন সেটা বোঝা যায়নি। নেটিজ়েনদের একাংশের মত, পাকিস্তান সরকার বারবার দাবি করেছে তারা নাকি ভারতের ছয়টা রাফাল ধ্বংস করেছে। যদিও সেই প্রমাণ তারা দেখাতে পারেনি। সেই প্রসঙ্গটা আমি জামাল টেনেছেন বলে মনে করেন অনেকে।