বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্ট ইস্যুতে সবশেষ যা জানাল বিসিবি
প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

সপ্তাহ দুয়েক ধরে দেশের ক্রিকেট মহলে আলোচনা চলছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে। আসন্ন বিপিএল আয়োজন করতে, কোনো একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে পুরো দায়িত্ব দেওয়া হবে। এ জন্য কাজও শুরু করে দিয়েছে বিসিবি।
বিপিএল আয়োজনের দায়িত্ব নিতে আগ্রহী প্রতিষ্ঠান খুঁজতে বিজ্ঞাপন দিয়েছিল বোর্ড। বিসিবি’র সেই বিজ্ঞাপনে সাড়া দিয়ে বেশ কয়েকটি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি যোগাযোগ করেছে।
ভারতের রিয়াল ইমপ্যাক্ট, পাকিস্তানের অ্যাপেক্স স্পোর্টস, ইংল্যান্ডের আইএমজি ও অ্যাবসুলেট লেজেন্ডস স্পোর্টস, আমেরিকা ও বাংলাদেশি প্রতিষ্ঠান আইপিজি গ্রুপ, মাইন্ড ট্রি লিমিটেড এবং ট্র্যান্সপোর্ট গ্রুপসহ মোট সাতটি প্রতিষ্ঠান কাজ করতে আগ্রহ প্রকাশ করেছিল।
এই ৭টির মধ্যে গত সপ্তাহে পাঁচটি প্রতিষ্ঠানের প্রেজেন্টেশন নেওয়ার পর সবশেষ তিনটি প্রতিষ্ঠান সংক্ষিপ্ত তালিকায় জায়গা পায়। এরপর আজ শনিবার অনুষ্ঠিত হয় বিসিবির বোর্ড মিটিংয়ে এ নিয়ে আলোচনা করা হয়।
বোর্ড মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, 'আমরা মিটিংয়ে অনেক আলোচনা করেছি তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও দুই-তিন দিন সময় লাগবে।'
এসএইচ/এইচজেএস