Advertisement

প্রশ্নের মুখে বুমরা-সামি, চার বছর পর কামব্যাক এই তারকার? এশিয়া কাপে ভারতের সম্ভাব্য দল

এই সময়

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

কেমন হবে দল?,সৌজন্যে ANI,আলোচনায় প্রসিধ,Ei Samay,কী আছে সামির কপালে?,২০২১-এর পর ফিরবেন ক্রুনাল?
কেমন হবে দল?,সৌজন্যে ANI,আলোচনায় প্রসিধ,Ei Samay,কী আছে সামির কপালে?,২০২১-এর পর ফিরবেন ক্রুনাল?

ইংল্যান্ড সিরিজ় শেষ হওয়ার পর এখন ভারতীয় ক্রিকেটে বিরতি। ক্রিকেটাররা এই বিরতিটা কাজে লাগিয়ে কেউ ছুটি কাটাতে গিয়েছেন, আবার কেউ রিহ্যাবে জোর দিচ্ছেন। বাংলাদেশ সিরিজ় বাতিল হওয়ায় টিম ইন্ডিয়া এ বার সরাসরি এশিয়া কাপ খেলতে নামবে। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ। এই এশিয়া কাপের আগে এ বার আলোচনায় ভারতীয় দল গঠন।

এশিয়া কাপের জন্য বাংলাদেশ, আফগানিস্তান প্রাথমিক দল ঘোষণা করে দিয়েছে। ভারতের হাতে বিকল্প অনেক, ফলে কারা চূড়ান্ত ১৬ জনের দলে সুযোগ পাবেন সেটা বড় প্রশ্ন। অগস্ট মাসের তৃতীয় সপ্তাহে এশিয়া কাপের দল গঠন নিয়ে বৈঠকে বসবে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।

এশিয়া কাপে কোন কোন বিষয়ের দিকে নজর রাখতে হবে টিম ইন্ডিয়াকে?

এ বার এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে। শেষবার ভারত টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছিল গত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে। ইংল্যান্ডের বিরুদ্ধে যেই সিরিজ় ভারত জেতে ৪-১ এ। সেই থেকে লম্বা সময় টি-টোয়েন্টি খেলেনি, প্রস্তুতি ছাড়া খেলতে নামা কতটা যুক্তিযুক্ত হবে সেই প্রশ্নটা থাকছে।

দেখে নিন সম্ভাব্য দল

অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি ক্রিকেটে ওপেন করছেন। তিন নম্বরে নামছেন সূর্যকুমার যাদব। এই তিন তারকাই এই পজিশনগুলোতে ফিট। ফলে তাঁদের উপরেই ভরসা রাখবেন নির্বাচকরা। কিপার হিসেবে সঞ্জু প্রথম একাদশে সুযোগ পেলে তাঁর ব্যাকআপ হিসেবে থাকতে পারেন জিতেশ শর্মা।

তিলক বর্মা ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলছেন, তিনি ম্যাচের মধ্যে রয়েছেন। তাঁর জায়গাও পাকা মিডল অর্ডারে। IPL ও জাতীয় দলের জার্সিতে একাধিক ম্যাচে তিলক দলকে জিতিয়েছেন। অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া অটোমেটিক চয়েস। রিঙ্কু সিং ও অক্ষর প্যাটেলের জায়গাও পাকা।

বোলারদের মধ্যে বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অর্শদীপ সিংয়ের জায়গা নিশ্চিত। তবে বোলিংয়েই প্রশ্ন থাকছে একাধিক।

Asia Cup 2025 Team India

প্রসিধ কৃষ্ণ সুযোগ পাবেন?

ইংল্যান্ড সিরিজ়টা খারাপ করলেও পরে দুর্দান্তভাবে কামব্যাক করেন প্রসিধ কৃষ্ণ। তিনি শেষের দিনে দলকে জেতান। তিনি ২০২৫ সালের IPL-এ বেগুনি টুপির মালিক। ২৫টা উইকেট নিয়েছিলেন গুজরাট টাইটান্সের হয়ে। ফলে প্রসিদ্ধ সুযোগ পাওয়ার দাবিদার।

বিশ্রামে মহম্মদ সামি?

টেস্ট ক্রিকেটের জন্য ফিট ছিলেন না বলে সুযোগ পাননি সামি। সেই সময়ে তিনি বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগেও খেলেননি। গত ইংল্যান্ড সিরিজ়ে তিনি খেলেছিলেন। যদিও IPL-এ অন্যতম খারাপ পারফর্ম করেছিলেন। সামির সুযোগ পাওয়াটা একটা প্রশ্নের মুখে পড়ল।

Mohammed Shami

শুবমান গিল, মহম্মদ সিরাজ ও বুমরা খেলবেন?

টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক শুবমান গিল এখন যেকোনও ফর্ম্যাটে অটোমেটিক চয়েস। তিনি ইংল্যান্ড টেস্টে যেমন ৭৫৪ রান করেছেন, তেমনই তিনি IPL-এ ৬৫০ রান করেন, যা গত IPL-এ চতুর্থ সর্বোচ্চ। যেহেতু তিনি টেস্ট অধিনায়ক এবং এশিয়া কাপের পর ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ় আছে, তাই তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে।

একই জিনিস মহম্মদ সিরাজের ক্ষেত্রেও। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে দাপুটে বোলিংয়ের পর তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বিশ্রাম দেওয়া হতে পারে তাঁকে।

জশপ্রীত বুমরার ওয়ার্কলোড বড় প্রশ্ন। ফিটনেসের জন্য তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচ খেলেননি। তিনটে ম্যাচ খেলে তিনি দল ছাড়েন। চতুর্থ টেস্টের সময়ে হাঁটুতে চোট পান। বুমরার ওয়ার্কলোডের যা অবস্থা তাতে তাঁকে এশিয়া কাপে বসিয়ে টেস্টে জন্য তুলে রাখতে পারেন নির্বাচকরা।

Asia Cup 2025 Team India

ক্রুনাল পান্ডিয়ার কামব্যাক?

IPL ২০২৫ টা ক্রুনাল পান্ডিয়ার কাছে অন্যতম সেরা ছিল। তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দিয়ে কেরিয়ারের সেরা IPL কাটান। চ্যাম্পিয়ন হন। তাঁর অন্যতম ভালো দিক হচ্ছে তিনি যেকোনও জায়গায় ব্যাট করার পাশাপাশি বল হাতে গুরুত্বপূর্ণ সময়ে উইকেটও তুলতে পারেন। ২০২১ সালে শেষবার ত্রুনাল দেশের জার্সিতে খেলেছিলেন। এ বার তাঁকে আরও একটা সুযোগ দিতে পারেন নির্বাচকরা।

দেখে নিন এশিয়া কাপের জন্য ভারতের সম্ভাব্য দল

অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, যশস্বী জয়সোয়াল, জিতেশ শর্মা, প্রসিধ কৃষ্ণ, ক্রুনাল পান্ডিয়া

আরও পড়ুন

Lading . . .