Advertisement

‘আত্মহত্যার কথাও মাথায় এসেছিল...’, জীবনের কঠিন সময় নিয়ে অকপট সামি

এই সময়

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

কেন আত্মহত্যার কথা ভেবেছিলেন সামি?
কেন আত্মহত্যার কথা ভেবেছিলেন সামি?

ভারতের ডানহাতি পেসার মহম্মদ সামি সম্প্রতি এক হৃদয়বিদারক স্বীকারোক্তিতে তাঁর জীবনের এক অন্ধকার অধ্যায়ের কথা তুলে ধরেছেন। জানিয়েছেন, এমন একটা সময় এসেছিল, যখন তিনি আত্মহত্যার কথা ভেবেছিলেন। তবে ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসা, যা তাঁকে খ্যাতি ও পরিচিতি দিয়েছে, সেই আবেগই তাঁকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে।

‘আপ কি আদালত’-এর একটি পর্বে রজত শর্মার সঙ্গে কথোপকথনে সামি বলেন, ‘চিন্তা তো এসেছিল, কিন্তু বাস্তবে ঘটেনি, এই জন্য কৃতজ্ঞ। না হলে বিশ্বকাপ মিস হয়ে যেত। যখন মনে হয়েছিল, জীবনের এখানেই শেষ, তখনই মনে পড়ল, যে খেলা আমাকে এত কিছু দিয়েছে, সেই খেলাকে ছেড়ে এই সিদ্ধান্ত? তখন সেই ভালোবাসা, সেই আবেগ আবার জেগে উঠল। ভাবলাম, সবটা ভুলে যাই, আবার খেলায় মন দিই।’

Mohammed Shami Admits He Contemplated Suicide

ব্যক্তিগত জীবন নিয়েও রীতিমতো জর্জরিত সামি। এই বছরের জুলাইয়ে কলকাতা হাই কোর্ট সামিকে নির্দেশ দেয়, তাঁর স্ত্রী হাসিন জাহান ও কন্যাকে প্রতি মাসে ৪ লক্ষ টাকা ভরণপোষণ দিতে হবে। এর মধ্যে হাসিনকে ১.৫০ লক্ষ এবং তাঁদের মেয়েকে ২.৫০ লক্ষ টাকা দিতে হবে সামিকে। প্রসঙ্গত, ২০১৪ সালে প্রাক্তন মডেল হাসিন জাহানের সঙ্গে সামির বিয়ে হয়। এবং ২০১৫ সালে জন্ম হয় তাঁদের মেয়ের। ২০১৮ সালে হাসিন জাহান গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে আলিপুর আদালতে মামলা করেন, যেখানে তিনি প্রতি মাসে ৭ লক্ষ টাকা দাবি করেন।

সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে ওঠা কুরুচিকর মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে সামি বলেন, ‘খারাপ কথা তো বলা হয়, কিন্তু এখন এমন কথাও বলা হয় যা আদৌ সত্যি নয়। গত ৬-৭ বছরে আমার বিরুদ্ধে যত অভিযোগ উঠেছে, হয়তো একজন সন্ত্রাসবাদীর বিরুদ্ধেও এত অভিযোগ ওঠেনি, যেগুলির কিছুই আমি করিনি।’

Mohammed Shami Admits He Contemplated Suicide

এ দিকে ক্রিকেট থেকেও এখন দূরে রয়েছেন সামি। ২০২৫ সালের আইপিএলে সামির পারফরম্যান্স ছিল ম্লান, ৯ ম্যাচে মাত্র ছ’ উইকেট নিয়েছিলেন। ভারতের হয়ে শেষ বার খেলেছেন ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। লাল বলের ক্রিকেটে তিনি দেশের হয়ে শেষ খেলেছেন ২০২৩ সালে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। ফিটনেস সমস্যার কারণে ইংল্যান্ড সফর মিস করেন। এখন দেখার বিষয়, তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের সিরিজে ডাক পান কি না!

Lading . . .