Advertisement

বারবার নিজেকে প্রমাণ করেও ব্রাত্য, কামব্যাকেই রেকর্ড গড়ে জবাব কুলদীপের

এই সময়

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

রেকর্ড গড়ে জবাব কুলদীপের,Ei Samay,
রেকর্ড গড়ে জবাব কুলদীপের,Ei Samay,

এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে ৯ উইকেটে দাপুটে জয় পেয়েছে সূর্যকুমার যাদবের দল। বোলারদের দাপটে মাত্র ৫৭ রানে অল আউট হয়ে যায় UAE। ৪.৩ ওভারেই ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। তবে ম্যাচে সবচেয়ে বেশি নজর কেড়েছেন অভিজ্ঞ স্পিনার কুলদীপ যাদব। ২.১ ওভারে ৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে তিনি ম্যাচের সেরা হয়েছেন। আর এই ভাবেই জবাব দিয়েছেন বারবার তাঁকে উপেক্ষা করার। ভালো পারফর্ম করে, নিজের দক্ষতার পরিচয় দিয়েও বাদ পড়তে হয়েছে দল থেকে। নির্বাচক থেকে সমালোচক, সবাইকেই বার্তা দিলেন কুলদীপ। গড়লেন রেকর্ডও।

কোন রেকর্ড গড়লেন কুলদীপ যাদব?

UAE-র চার ক্রিকেটার মহম্মদ ওয়াসিম, রাহুল চোপড়া, হর্ষিত কৌশিক ও হায়দর আলিকে আউট করেন তিনি। ম্যাচ শেষে তাঁর বোলিং ফিগার ২.১ ওভারে ৭ রানে ৪ উইকেট। এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে ভালো বোলিংয়ের তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিলেন কুলদীপ। এই তালিকায় শীর্ষে রয়েছেন ভারতীয় বোলার ভুবনেশ্বর কুমার। ২০২২ সালে আফগানিস্তানের বিরুদ্ধে ৪ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

Kuldeep Yadav strikes thrice in a single over 👊

Watch #INDvUAE LIVE NOW on the Sony Sports Network TV Channels & Sony LIV. #SonySportsNetwork #DPWorldAsiaCup2025 pic.twitter.com/trvfRaq2u4

শুধু তাই নয় এশিয়া কাপে দ্রুততম বোলার হিসেবে ৪ উইকেট নেওয়ার নজির গড়লেন এই স্পিনার। মাত্র ১৩ বলের স্পেলে ভাঙন ধরান UAE-র ব্যাটিং লাইন-আপে। এর আগে এই রেকর্ড ছিল পাকিস্তানের শাদাব খানের দখলে। ১৭ বলে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।

2⃣.1⃣ Overs
7⃣ Runs
4⃣ Wickets

For his magical 🪄 bowling display, Kuldeep Yadav bags the Player of the Match award! 🙌 🙌

Scorecard ▶️ https://t.co/Bmq1j2LGnG #TeamIndia | #AsiaCup2025 | #INDvUAE | @imkuldeep18 pic.twitter.com/w5Z0Paobz4

দীর্ঘ ৭ বছর পরে ম্যাচ সেরার পুরস্কার পেলেন কুলদীপ। শেষবার ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ম্যাচে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন।

তবে আগেও ভালো পারফর্ম করে বাদ পড়েছেন কুলদীপ। তাই পরবর্তী ম্যাচে তাঁকে খেলানো হবে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তিনি মজা করে বলেন, ‘যখনই কুলদীপ ভালো খেলে, ওকে বসিয়ে দেওয়া হয়। এই ম্যাচে চার উইকেট নিয়েছে। তাই কোনওভাবেই আগামী ম্যাচে খেলানো হবে না।’

Lading . . .