Advertisement

নতুন রেকর্ড ICC-র, মেয়েদের বিশ্বকাপের টিকিট মাত্র ১০০ টাকায়, জানুন কী ভাবে সংগ্রহ করবেন

এই সময়

প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫

মেয়েদের বিশ্বকাপের টিকিট পাওয়া যাচ্ছে ১০০ টাকায়।
মেয়েদের বিশ্বকাপের টিকিট পাওয়া যাচ্ছে ১০০ টাকায়।

১২ বছর পর আবার ভারতের মাটিতে হতে চলেছে মেয়েদের বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কার বিভিন্ন শহরে মেয়েদের ওডিআই বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। মোট আটটি দল অংশ নেবে এই টুর্নামেন্টে। ইতিমধ্যেই বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে এই টুর্নামেন্টের টিকিট বাজারে ছাড়া হয়েছে। আর এই টিকিট বাজারে আসতেই ICC নতুন ইতিহাস লিখেছে।

এ বার মেয়েদের বিশ্বকাপের টিকিটের সর্বনিম্ন মূল্য মাত্র ১০০ টাকা। এমন সুযোগ আগে কখনও আসেনি। ICC-র যে কোনও আন্তর্জাতিক ইভেন্টের তুলনায় এ বারের মেয়েদের বিশ্বকাপে টিকিটের মূল্য নির্ধারণ ভক্তদের জন্য এক অভাবনীয় উপহার। আইসিসির ইতিহাসে এটি সর্বনিম্ন দাম, যা রেকর্ড।

ICC Women's World Cup tickets go live with record low pricing

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়েছে এক্সক্লুসিভ চার দিনের প্রি-সেল উইন্ডো, যেখানে ভারত ও শ্রীলঙ্কার সব গ্রুপ স্টেজ ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে। Google Pay ব্যবহার করে Tickets.cricketworldcup.com-এ গিয়ে সহজেই বুক করতে পারবেন আপনার পছন্দের ম্যাচের টিকিট। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সমস্ত গ্রুপ স্টেজ ম্যাচের টিকিট এখন এখান থেকেই কাটতে পারবেন সমর্থকরা। এই বিশেষ উইন্ডো খোলা থাকবে ৮ তারিখ পর্যন্ত, অর্থাৎ তত দিন পর্যন্ত মাত্র ১০০ টাকায় বিশ্বকাপের টিকিট পাওয়া যাবে! ৯ সেপ্টেম্বর রাত ৮টা থেকে শুরু হবে সাধারণ টিকিট বিক্রি।

ফ্যানবেস বাড়াতে এ বার গুগলের হাত ধরেছে ICC। টিকিটের এত কম দামই স্পষ্ট করে দিচ্ছে, মেয়েদের ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এই উদ্যোগ আসলে মেয়েদের ক্রিকেটকে স্পটলাইটে নিয়ে আসা।

ICC Women's World Cup tickets go live with record low pricing

আগের বিশ্বকাপগুলোতে টিকিটের মূল্য ছিল অনেক বেশি। ২০২২ বিশ্বকাপে নিউজিল্যান্ডে বাচ্চাদের জন্য ভারতীয় মুদ্রায় টিকিটের দাম ছিল ৩৫০ টাকা। বড়দের টিকিটের দাম ছিল ৮৫০ টাকা। এ বারের দামের থেকে যা প্রায় আটগুণ বেশি।

এ দিকে এই টুর্নামেন্টের গ্র্যান্ড ওপেনিংয়ে থাকছে এক অবিস্মরণীয় মুহূর্ত। গুয়াহাটির উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন ভারতের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল, যিনি কণ্ঠ দিয়েছেন এই বিশ্বকাপের আনরিলিজ়ড অফিসিয়াল অ্যান্থেম ‘Bring it Home’-এ। ৩০ সেপ্টেম্বর ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে মেয়েদের বিশ্বকাপ।

Lading . . .