Advertisement

মাঠের বাইরেও শিরোনামে শুবমান গিল, পাঁচ লাখে বিক্রি লর্ডস টেস্টের জার্সি

এই সময়

প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

শিরোনামে শুবমান গিল,Ei Samay
শিরোনামে শুবমান গিল,Ei Samay

সদ্য সমাপ্ত ভারত-ইংল্যান্ড সিরিজ়ে নজর কেড়েছেন শুবমান গিল। ক্যাপ্টেন হিসেবে প্রথম সিরিজ়েই অপরাজিত থেকে দেশে ফিরেছেন। ব্যাট হাতে পাঁচ টেস্টে করেছেন ৭৫৪ রান। এর মধ্যে রয়েছে একটি ডাবল সেঞ্চুরি ও তিনটি সেঞ্চুরি। এমন পারফরম্যান্সের জন্য ঘরে-বাইরে প্রশংসিত হয়েছেন গিল। এ বার মাঠের বাইরের একটি ঘটনার কারণে শিরোনামে উঠে এলেন তিনি।

লর্ডস টেস্টে যে জার্সি পরে খেলেছিলেন শুবমান, নিলামে সেটি বিক্রি হলো প্রায় সাড়ে ৫ লাখ টাকায়। এমন কী ওই জার্সিটি পরিস্কারও করা হয়নি। লর্ডসে পাঁচ দিন খেলার পরে সেই ধুলো-মাটি মাখা জার্সিতে সই করে দেন শুবমান। সেই জার্সির এত জনপ্রিয়তা নিয়ে চর্চা ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

কেন নিলামে উঠেছে শুবমানের জার্সি?

অ্যান্ড্রু স্ট্রসের চ্যারিটি ফান্ড ‘রেড ফর রুথ’-এর জন্য অনেক ক্রিকেটার বিভিন্ন দ্রব্য দিয়েছেন। বাডস অকশনের ওয়েবসাইটে এই বিষয়ে জানানো হয়েছে বিশদে। আশা করা হয়েছিল, শুবমান গিলের পরা স্পেশাল এডিশনের এই জার্সির দাম উঠবে ১২০ থেকে ১৫০ পাউন্ড। কিন্তু শেষ পর্যন্ত সেটার দাম পৌঁছয় ৪৬০০ পাউন্ডে, ভারতীয় মুদ্রায় যা প্রায় পাঁচ লাখ ৪১ হাজার টাকা।

Check out these pieces of sporting history!

Signed and match-worn collectors items from day 2 of the 3rd Rothesay Men’s Test, with @englandcricket v @indiancricketteam, at the 7th #RedForRuth Day. 🔴⁰⁰You can bid on them now:

👉 https://t.co/xD98XZOste pic.twitter.com/l9BlbbZQIF

এই নিয়ে বাডস অকশনের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘রুথ স্ট্রস ফাউন্ডেশনের জন্য পরা স্পেশাল এডিশন এই জার্সিতে রয়েছে ভারতীয় দলের লোগো। ম্যাচের পরে কাচা হয়নি জার্সিটা। তাই ধুলো-মাটি মাখা এই জার্সিতে পাঁচদিনের ম্যাচের ছাপ স্পষ্ট। ম্যাচে শান্ত স্বভাবের এবং নিখুঁত শট খেলার দক্ষতার জন্য পরিচিত শুবমান। প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে অন্যতম সেরা হিসেবেই গণ্য করা হয় তাঁকে। তাই লর্ডস টেস্টে পরা এই জার্সি স্মরণীয় এবং স্পেশাল।’

Shubman Gill's test jersey got the top amount across teams for the charity #Ruthtest pic.twitter.com/EyzELHWHl1

শুবমান ছাড়াও বেন স্টোকস এবং ঋষভ পন্থের জার্সি বিক্রি হয়েছে প্রায় চার লাখ টাকায়। জো রুটের জার্সির দাম উঠেছিল প্রায় চার লাখ ৪৭ হাজার টাকা। কেএল রাহুলের জার্সি বিক্রি হয় প্রায় চার লাখ ৭০ হাজার টাকা। এ ছাড়াও বুমরা ও জাডেজার জার্সির দাম উঠেছিল প্রায় পাঁচ লাখ টাকা।

Lading . . .