নিরপেক্ষ বিসিবি নির্বাচন চেয়ে রুবেল-মিঠুনদের বার্তা
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পরিষদের নির্বাচন যেন বিতর্কে রূপ নিয়েছে। মিরপুরের গন্ডি পেরিয়ে যা চলে গেছে আদালত পাড়ায়। নির্বাচন ঘিরে বিসিবি সভাপতি আমিনুল ইসলামের দেয়া চিঠির উপর রিট করেন জেলা বিভাগীয় কাউন্সিলররা।
এরপর গত সোমবার বুলবুলের চিঠির কার্যকারিতা ১৫ দিনের জন্য স্থগিত করে হাইকোর্ট। যদিও একটু পরই সেটা স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। এমন অবস্থায় গতকাল ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ১৭৭ জন কাউন্সিলরের নাম প্রকাশ করে বিসিবির নির্বাচন কমিশন। যেখানে ৬ জেলা ও ১৫ ক্লাবের কোনো প্রতিনিধি নেই। সবমিলিয়ে বিসিবির নির্বাচন ক্রমশই বিতর্কিতে জড়াচ্ছে।
এমন পরিস্থিতি নিয়ে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন নিজের ফেসবুক পেজে আজ লিখেছেন, ‘বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কখনোই কাম্য নয়। এটা বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’
এই নির্বাচন নিয়ে জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন লিখেছেন, 'বোর্ড প্রেসিডেন্ট আসা-যাওয়া যেন ক্রিকেটের টসের মতো—কখন কার ভাগ্য জোটে বলা মুশকিল। সুন্দর পরিবেশে ক্রিকেট বোর্ড নির্বাচন হোক স্বচ্ছ কোনও প্রতিদ্বন্দ্বিতা, শত্রুতা নয়। যেখানে জয়ী হবে কেবল ক্রিকেট।'
বিসিবির নির্বাচনের জন্য ২১ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। শুরুতে ৪ অক্টোবর নির্বাচন হওয়ার কথা থাকলেও পরবর্তীতে সেটা পিছিয়ে ৬ অক্টোবর করা হয়েছে। সেই সঙ্গে কাউন্সিলরদের তালিকা প্রকাশে দেরি হওয়ায় আবারও নতুন করে তফসিল ঘোষণা করে তারা। যদিও নতুন তফসিলেও ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন।
এসএইচ/এইচজেএস