এশিয়া কাপে ভারতের প্রথম একাদশে শিবম দুবে? পরিকল্পনা ফাঁস কোচের
প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

মঙ্গলবার থেকে শুরু এশিয়া কাপ। বুধবার প্রথম ম্যাচে UAE-র বিরুদ্ধে নামবে ভারতীয় দল। এই ম্যাচে কেমন হবে ভারতের প্রথম একাদশ, তা নিয়ে চলছে চর্চা। সঞ্জু স্যামসন না জিতেশ শর্মা, কে সুযোগ পাবেন, সেই নিয়ে আলোচনা চলছে। তবে এরই মধ্যে এশিয়া কাপের জন্য টিম ইন্ডিয়ার বিশেষ পরিকল্পনা নিয়ে ইঙ্গিত দিলেন বোলিং কোচ মর্নি মর্কেল। ভারতের প্রথম একাদশে দেখা যেতে পারে পেসার অলরাউন্ডার শিবম দুবেকে, এমনটাই জানালেন তিনি। আর কী বললেন তিনি?
গৌতম গম্ভীর বরাবরই দলে ব্যাটিং গভীরতা বাড়ানো এবং অলরাউন্ডারদের প্রাধান্য দেওয়ায় বিশ্বাসী। ফলে সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, রিঙ্কু সিংরাও তাঁদের পার্টটাইম বোলিং ধারালো করায় জোর দিচ্ছেন। আর এই অলরাউন্ডার হিসেবে দক্ষতার কারণে স্কোয়াডে জায়গা পেয়েছেন শিবম দুবে।
ফেব্রুয়ারি ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের শেষ ম্যাচে দুই ওভার বল করে ২ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। এ বার তাঁকে দিয়ে পুরো ৪ ওভার বোলিং করানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট।
A post shared by shivam dube (@dubeshivam)
এই নিয়ে মর্নি মর্কেল বলেন, ‘আমি অলরাউন্ডারদের বলি, ব্যাটিং ও বোলিং, দুইয়ের উপরেই জোর দিতে। আমি সবসময়েই চাই শিবমকে দিয়ে ৪ ওভার বোলিং করাতে। মাঝে মাঝে প্লেয়াররা প্র্যাকটিসে শুধু একটা দিকেই গুরুত্ব দেয়। কিন্তু এই বড় টুর্নামেন্টের প্রস্তুতিতে আমরা নিজের সেরাটা দিতে চাই। হতেই পারে, ম্যাচের দিন পরিস্থিতি শিবমের অনুকূলে থাকল। তখন যাতে নিজের সেরা পারফরম্যান্সটা মেলে ধরতে পারে, তার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া উচিত।’
Preps in full swing 💪
The countdown to 𝙈𝙖𝙩𝙘𝙝 𝘿𝙖𝙮 begins ⏳ #TeamIndia | #AsiaCup2025 pic.twitter.com/3SC57XILxD
শুধু তাই নয়, স্পেশ্যালিস্ট বোলার ছাড়াও যে প্লেয়াররা ১-২ ওভার বোলিং করতে পারবেন, তাঁরা এগিয়ে থাকবেন প্রথম একাদশে জায়গা পাওয়ার দৌড়ে, সেটাও জানালেন মর্নি মর্কেল। তবে শিবম দুবে দলে থাকলে কে বাদ পড়বেন, সেটা নিয়ে বাড়ছে জল্পনা।