Advertisement

টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

জাগোনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫

টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান
টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

এশিয়া কাপে এরই মধ্যে নিজেদের শুভ সূচনা করেছে ভারত, বাংলাদেশ এবং আফগানিস্তানের মত ফেবারিট দলগুলো। এবার মাঠে নামার পালা পাকিস্তান এবং শ্রীলঙ্কার। আজই ওমানের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এরই মধ্যে টস করতে নেমেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা এবং ওমান অধিনায়ক জিতেন্দর সিং।

টস জিতলেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা এবং টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি।

প্রথমে ব্যাটিং বেছে নেয়ার কারণ সম্পর্কে পাকিস্তান অধিনায়ক সালমান আগা বলেন, ‘উইকেট বেশ ভালো। এ কারণে আমরা চাই স্কোরবোর্ডে বড় স্কোর তুলতে এবং প্রতিপক্ষকে চাপে রাখতে।’

ওমান অধিনায়ক জিতেন্দর সিং বলেন, ‘আমরাও প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম। আশা করি একটি ঐতিহাসিক মুহূর্ত উপস্থিত হবে এবং আমরা ভালো খেলা উপহার দিতে পারবো।’

ওমান একাদশ

আমির কলিম, জিতেন্দর সিং (অধিনায়ক), হাম্মাদ মির্জা, বিনায়ক শুকলা (উইকেটরক্ষক), হাসনাইন শাহ, শাহ ফয়সাল, মোহাম্মদ নাদিম, জিকরিয়া ইসলাম, সুফিয়ান মেহমুদ, শাকিল আহমেদ, সামায় শ্রীবাস্তব।

পাকিস্তান একাদশ

শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফাখর জামান, সালমান আলি আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ।

Lading . . .