Advertisement

হ্যান্ডশেক না করার সিদ্ধান্তের নেপথ্যে গম্ভীর? রিপোর্ট ঘিরে বাড়ছে জল্পনা

এই সময়

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

হ্যান্ডশেক না করার সিদ্ধান্তের নেপথ্যে গম্ভীর?,Ei Samay,
হ্যান্ডশেক না করার সিদ্ধান্তের নেপথ্যে গম্ভীর?,Ei Samay,

ভারত-পাকিস্তান ম্যাচের পরেও চর্চা অব্যাহত। ম্যাচের ফলাফলের চেয়েও বেশি চর্চায় হ্যান্ডশেক নিয়ে বিতর্ক। টসের সময়ে পাক ক্যাপ্টেন সলমন আলি আঘার সঙ্গে হ্যান্ডশেক করেননি সূর্যকুমার যাদব। ম্যাচের শেষে পাকিস্তানের প্লেয়াররা অপেক্ষা করলেও তাঁদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। ছক্কা মেরে ম্যাচ জেতানোর পরে সরাসরি ড্রেসিংরুমের দিকে হাঁটা দেন সূর্যকুমার ও শিবম দুবে। সাংবাদিক বৈঠকে অবশ্য সূর্য বলেছিলেন, এখানে এসে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। তবে, সম্প্রতি একটি রিপোর্ট ঘিরে বাড়ছে জল্পনা। এই ঘটনার নেপথ্যে নাকি রয়েছেন হেড কোচ গৌতম গম্ভীর।

হ্যান্ডশেক না করার নির্দেশ দিয়েছিলেন গম্ভীর?

ম্যাচ শেষে ভারতের ড্রেসিংরুমেও গিয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। কিন্তু তাঁদের মুখের উপরে দরজা বন্ধ করে দেওয়া হয়। আর জবাব দেওয়ার জন্য ভারতীয় দলের এই আচরণের নেপথ্যে রয়েছেন গৌতম গম্ভীর, এমনটাই প্রকাশ একাধিক রিপোর্টে। বয়কটের হাওয়া যখন পৌঁছেছিল ভারতের ড্রেসিংরুমে, তখনই পরিস্থিতি সামাল দিতে পেপ টক দেন গম্ভীর।

Gautam Gambhir locked the Dressing room door when Pakistan Head coach, Mike Hesson, tried to reach them after the match for Handshake.

Gambhir: "Our Professional commitment is to play with you that's it and nothing more than that." pic.twitter.com/HzuwWEhO43

India vs Pakistan

টেলিকম এশিয়া স্পোর্টের একটি প্রতিবেদনে উল্লেখ, গম্ভীর বলেন, ‘সোশ্যাল মিডিয়ার কথা ভুলে যাও। চারিদিকে যা বলা হচ্ছে, তাতে কান দিও না। তোমাদের কাজ হলো ভারতের হয়ে খেলা। পহেলগামে যা হয়েছিল, সেটা কিন্তু ভুলে যেও না। হাত মেলানো বা সৌজন্য দেখাতে হবে না। যাও, নিজের সেরাটা উজাড় করে দাও এবং ভারতকে ম্যাচ জেতাও।’

Gautam Gambhir Thanks to Armed forces and we try and make the country proud... Indian cricket team have No Handshake with the pakistani players Also... pic.twitter.com/auO6YF3Xiy

ম্যাচ শেষে সূর্যকুমার যাদব সেনাবাহিনীকে এই জয় উৎসর্গ করেন। পহেলগাম হামলায় নিহতদের পরিবারের পাশে থাকার বার্তাও দেন। কোচ গৌতম গম্ভীরের গলাতেও শোনা গিয়েছে একই সুর। তিনি জানান, এই ম্যাচ জেতা খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ, এর মধ্যে দিয়ে পহেলগাম হামলায় নিহত ও তাঁদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে চেয়েছিলাম।

India vs Pakistan

Lading . . .