হারের উপরে ICC-র শাস্তির ঘা, লজ্জা বাড়ল দক্ষিণ আফ্রিকার
প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫

ইংল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজ়ে দক্ষিণ আফ্রিকা জিতে গিয়েছিল আগেই। রবিবার নেমেছিল শেষ ম্যাচে। তবে নিয়মরক্ষার ম্যাচে লজ্জার হার সঙ্গী হয়েছে প্রোটিয়াদের। প্রথমে ব্যাট করে ৪১৫ রান তোলে ইংল্যান্ড। সেঞ্চুরি করেন জ্যাকব বেথেল ও জো রুট। বড় ইনিংস এসেছে জস বাটলারের ব্যাট থেকেও। জবাবে মাত্র ৭২ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
৩৪২ রানে এই লজ্জার হারের পরে এ বার আরও গভীর হলো ক্ষত। নিয়মভঙ্গের জন্য ICC-র কড়া শাস্তির মুখে পড়ল দক্ষিণ আফ্রিকা। স্লো-ওভার রেটের জন্য মোটা অঙ্কের জরিমানা দিতে হবে প্রোটিয়াদের।
তৃতীয় ম্যাচের শেষে এই বিষয়টা জানিয়েছেন ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ। নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার পিছিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। এর ফলে ICC-র নিয়মবিধির আর্টিকল ২.২২ অনুযায়ী, এক একটা ওভার কম হওয়ার জন্য প্রত্যেক ক্রিকেটারকে ম্যাচ ফি-র ৫ শতাংশ করে জরিমানা দিতে হবে।
ICC-র পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাপ্টেন তেম্বা বাভুমা এই ভুলের দায় স্বীকার করেছেন এবং শাস্তির কথাও মেনে নিয়েছেন। ফলে, আলাদা ভাবে শুনানির কোনও প্রয়োজন নেই।
🚨 ENGLAND BEAT SOUTH AFRICA BY A RECORD 342 RUNS MARGIN - THE BIGGEST EVER IN ODI HISTORY. 🚨 pic.twitter.com/7VoiaKOwsV
এমনিই ৩৪২ রানে হারের ফলে একাধিক লজ্জার নজির গড়েছে দক্ষিণ আফ্রিকা। বাভুমাদের দেশের ইতিহাসে এটাই সবচেয়ে বেশি রানে হারের রেকর্ড। দুই সপ্তাহ আগেই অস্ট্রেলিয়ার কাছে ২৭৬ রানে হেরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তখন ওটাই ছিল সবচেয়ে বেশি ব্যবধানে হারের রেকর্ড।
South Africa Crushed by 342 runs 😳
Archer’s fire, Rashid’s guile and a ruthless English attack hand South Africa the heaviest ODI defeat ever 🔥 #ENGvSA pic.twitter.com/xAuAWjTWcO
অন্য দিকে ভারতের রেকর্ড ভেঙে ODI ম্যাচে সবচেয়ে বেশি রানের জয়ের তালিকায় শীর্ষে উঠে এল ইংল্যান্ড। এতদিন ৩১৭ রানে জয়ের রেকর্ড ছিল ভারতের দখলে। ২০২৩ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই নজির গড়েছিল তারা। রবিবার সেই রেকর্ড ভাঙল ইংল্যান্ড।