Advertisement

‘চাইলে আগ্রাসন দেখাতেই পারো…’, মাঠে নামার আগেই সূর্যকে সতর্কবার্তা সলমনের

এই সময়

প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

সূর্যকে সতর্কবার্তা সলমনের,Ei Samay
সূর্যকে সতর্কবার্তা সলমনের,Ei Samay

eরবিবার সন্ধেয় এশিয়া কাপে মেগা ম্যাচ। গ্রুপপর্বের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। তবে টুর্নামেন্টে নামার আগেই এই ম্যাচ নিয়ে যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন সূর্যকুমার যাদব ও সলমন আলি আঘা। মঙ্গলবার এশিয়া কাপের ক্যাপ্টেন্স মিটে যোগ দিয়েছিলেন অংশগ্রহণকারী আট দলের ক্যাপ্টেন। ট্রফি নিয়ে ফটোশ্যুট করেন তাঁরা। পহেলগাম হামলার পরে এই প্রথম ক্রিকেট মাঠে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। তবে মাঠে যে কোনওরকম রেয়াত করা হবে না, সেটা স্পষ্ট জানিয়ে দিলেন দুই দলের ক্যাপ্টেনই। কী বললেন তাঁরা?

সাংবাদিক বৈঠকে সূর্যকুমার যাদবকে প্রশ্ন করা হয়, ভারত-পাক ম্যাচে ক্রিকেটারদের আগ্রাসী ভূমিকায় দেখা যাবে কি না। এর উত্তর দিতে দু’বার ভাবেননি সূর্য। তিনি স্পষ্ট বলেন, ‘যখনই মাঠে নামব আমরা, আগ্রাসন থাকবেই। কোনওদিনই আগ্রাসন ছাড়া ক্রিকেট খেলা যায় না। তাই কাল থেকে এই টুর্নামেন্টে খেলার জন্য মুখিয়ে রয়েছি।’

Question to Suryakumar Yadav & Salman Ali Agha:

Considering the recent situation between the two countries, do you think that there is a need to give specific instructions to the players to keep their tempers in control? #AsiaCup2025 pic.twitter.com/rjvQgLPO7Q

সূর্যর কথায় এটা স্পষ্ট, দুই দেশের রাজনৈতিক সম্পর্ক ও বর্তমান পরিস্থিতির ছাপ খেলাতেও পড়তে বাধ্য। আর এই ছবিটা দেখেই অভ্যস্ত ক্রিকেটপ্রেমীরা। বরং মাঝে মাঝে দুই দলের ক্রিকেটারদের হাসিখুশি ভাবে কথা বলতে দেখে ভ্রু কুঁচকেছিলেন অনেকেই।

🗣️ We've had good preparations and time together as a team #TeamIndia captain Suryakumar Yadav talks about the importance of preparations ahead of #AsiaCup2025 @surya_14kumar pic.twitter.com/OsU5HWcLKI

এর পাল্টা দিতে ছাড়েননি পাকিস্তানের ক্যাপ্টেন সলমন আলি আঘা। তিনি বলেন, ‘কোনও ক্রিকেটারকেই আলাদা করে নির্দেশ দেওয়ার কিছু নেই। চাইলে কেউ মাঠে আগ্রাসন দেখাতেই পারে। ফাস্ট বোলাররা এমনিই আগ্রাসী হন। ওঁদেরকে এ ভাবে থামানো যায় না। তাই বিষয়টা যতক্ষণ মাঠের মধ্যে রয়েছে, আমার পক্ষ থেকে কোনও বারণ নেই।’

India vs Pakistan

অর্থাৎ, মাঠে এবং মাঠের বাইরে কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। এখন দেখার রবিবার শেষ হাসি হাসে কোন দল।

Lading . . .