হ্যাটট্রিকে নতুন নজির পাকিস্তানের নওয়াজ়ের, লজ্জার রেকর্ড আফগানদের
প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপের আগে প্রস্তুতি হিসেবে আফগানিস্তান ও UAE-র বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ় খেলছে পাকিস্তান। সিরিজ়ের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। গত ম্যাচে দাপট দেখিয়েছিল আফগানিস্তান। তবে নির্ণায়ক ম্যাচে জ্বলে উঠলেন পাকিস্তানের স্পিনার মহম্মদ নওয়াজ়। হ্যাটট্রিক করে নাম তুললেন রেকর্ডবুকে। গোটা ম্যাচে নিলেন ৫ উইকেট। তাঁর স্পিনের জাদুতে মাত্র ৬৬ রানে অল আউট হয়ে গেল আফগানিস্তান। ৭৫ রানে ম্যাচ জিতে এশিয়া কাপের আগে স্বস্তিতে পাকিস্তান। কোন রেকর্ড গড়লেন মহম্মদ নওয়াজ়?
কেন চর্চায় মহম্মদ নওয়াজ়?
প্রথম পাকিস্তানি স্পিনার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করার নজির গড়লেন মহম্মদ নওয়াজ়। আফগানিস্তানের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ়ের ফাইনালে জ্বলে উঠলেন তিনি। প্রথমে ব্যাট করে ১৪১ রান তোলে পাকিস্তান। কম রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে আফগানিস্তান।
ষষ্ঠ ওভারে বল করতে আসেন নওয়াজ়। পঞ্চম বলে LBW হয়ে আউট হন ডারউইশ আবদুল রাসুলিকে। পরেই বলেই মহম্মদ হ্যারিসের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে আউট হন আজ়মাতুল্লাহ ওমরজ়াই। হ্যাটট্রিকের সুযোগটা হাতছাড়া করেননি নওয়াজ়।
🇵🇰 Mohammad Nawaz shrinks Afghanistan's batting to lead Pakistan to a thrilling victory in the tri-series in Sharjah! 🎉 #PAKvsAFG #PakistanCricket pic.twitter.com/rPS1eWpUJA
নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই তুলে নেন ইব্রাহিম জ়াদরানের উইকেট। হ্যাটট্রিক সম্পূর্ণ হয় এই উইকেট নেওয়ার পরেই। প্রথম পাকিস্তানি স্পিনার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিকের নজির গড়লেন নওয়াজ়। ফাহিম আসরাফ ও মহম্মদ হাসনাইনের পরে তৃতীয় পাক বোলার হিসেবে এই নজির গড়লেন।
Hat-trick ✅
Five-for ✅
Mohammad Nawaz was at his lethal best in the tri-series final 💪 #PAKvAFG 📲 https://t.co/JCwyJ3aGho pic.twitter.com/NOjmepayb8
ওই ওভারেই চতুর্থ বলে শূন্য রানে ফেরান করিম জানাতকে। শেষে তুলে নেন আফগানিস্তানের ক্যাপ্টেন রশিদ খানের উইকেটও। ম্যাচ শেষে তাঁর বোলিং ফিগার ৪ ওভারে ১৯ রানে ৫ উইকেট। ব্যাট হাতেও করেছিলেন ২৫ রান। তাই ম্যাচের সেরা হিসেবে বেছে নেওয়া হয় তাঁকে।
Mohammad Nawaz’s five-wicket haul powers Pakistan to triumph in the tri-series final against Afghanistan 🏆 #PAKvAFG 📝: https://t.co/JCwyJ3aGho pic.twitter.com/IPnT0TyWiU
টি-টোয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে ৫ উইকেট নেওয়া পাক বোলারদের তালিকায় নাম জুড়ল নওয়াজ়ের। তাঁর আগে মাত্র তিনজন পাক ক্রিকেটারের এই নজির ছিল। অন্য দিকে লজ্জার নজির গড়ল আফগানিস্তান। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই তাদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এশিয়া কাপের আগে এই ঘটনা চিন্তায় রাখবে আফগানদের।