Advertisement

ব্রাত্য মহম্মদ সিরাজ, ICC-র পদক পাওয়ার দৌড়ে এগিয়ে শুবমান গিল

এই সময়

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

নজর কেড়েছেন শুবমান গিল,Ei Samay,,উইয়ান মুল্ডার
নজর কেড়েছেন শুবমান গিল,Ei Samay,,উইয়ান মুল্ডার

ক্যাপ্টেন হিসেবে নিজের প্রথম সিরিজ়েই নজর কেড়েছেন শুবমান গিল। সিরিজ় শুরুর আগে অনেকেই প্রশ্ন তুলেছেন, নেতৃত্ব সামলাতে গিয়ে ব্যাটিংয়ে প্রভাব পড়বে কি না। সেই সমস্ত সন্দেহের জবাব শুবমান দিয়েছেন তাঁর ব্যাটে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টে করেছেন ৭৫৪ রান।

এই পারফরম্যান্সের কারণে জুলাই মাসে ICC-র সেরা ক্রিকেটারের পুরস্কার পাওয়ার তালিকায় মনোনীত হলেন শুবমান। তাঁর সঙ্গে তালিকায় আছেন ইংল্যান্ডের বেন স্টোকস ও দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডার। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এই পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন শুবমান। তাৎপর্যপূর্ণভাবে এই তালিকায় সুযোগই পেলেন না মহম্মদ সিরাজ।

কেন এই পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে শুবমান?

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্টের মধ্যে জুলাই মাসে শুবমান খেলেছেন তিনটি টেস্ট। এই তিন ম্যাচে করেছেন ৫৬৭ রান। ব্যাটিং গড় ৯৪.৫০। এর মধ্যে রেকর্ড গড়েন দ্বিতীয় টেস্টে। ওই ম্যাচে প্রথম ইনিংসে করেন ২৬৯ রান। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে ১৬১ রান।

Shubman Gill

ইংল্যান্ডের হয়ে নজর কাড়লেন বেন স্টোকস

জুলাই মাসে খেলা তিন টেস্টে বেন স্টোকস ব্যাট হাতে করেন ২৫১ রান। ব্যাটিং গড় ৫০.২০। এর পাশাপাশি নিয়েছেন ১২টি উইকেট। এর মধ্যে ম্যাঞ্চেস্টার টেস্টে ম্যাচের সেরা হন তিনি। ইনিংসে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেন ১৪১ রান। তিনটি ম্যাচেই গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠে দলকে ভরসা দিয়েছেন তিনি।

Ben Stokes

তালিকায় রয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার উইয়ান মুল্ডারও। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে নজর কাড়েন তিনি। দুই ম্যাচে করেন মোট ৫৩১ রান, গড় ২৬৫.৫০। তবে রেকর্ড গড়েন দ্বিতীয় টেস্টে।

wiaan mulder

ক্যাপ্টেন হিসেবে প্রথম ম্যাচেই করেন ৩৬৭ রান। দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই কোনও ক্রিকেটারের করা সর্বোচ্চ রান। ভেঙেছেন ডন ব্র্যাডম্যান, গ্যারি সোবার্সের রেকর্ডও। বল হাতেও নেন ৭টি উইকেট।

এখন দেখার শেষ হাসি হাসেন কে।

Lading . . .