Advertisement

প্রথম দশে চার ব্যাটার, ICC ODI র‌্যাঙ্কিংয়ে দাপট ভারতের

এই সময়

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

ফাইল ছবি,সৌজন্যে ANI
ফাইল ছবি,সৌজন্যে ANI

ODI ক্রিকেটে ভারতীয় দলের জন্য সুখবর। চলতি মাসের ICC র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রাখলেন শুবমান গিল। দ্বিতীয় স্থানেই রইলেন রোহিত শর্মা। অন্যদিকে বিরাট কোহলি রয়েছে চার নম্বরে এবং শ্রেয়স আইয়ার অষ্টম স্থানে। ভারত দীর্ঘদিন ODI ক্রিকেট খেলেনি, তা সত্ত্বেও পয়েন্ট তালিকায় নিজেদের জায়গা ধরে রাখলেন প্লেয়াররা।

শুবমান গিলের রেটিং পয়েন্ট ৭৮৪। দ্বিতীয় স্থানে থাকা রোহিতের পয়েন্ট ৭৫৬। বাবর আজ়ম খারাপ ফর্মে থাকা সত্ত্বেও তৃতীয় স্থানে রয়েছে। ৭৩৯ রেটিং পয়েন্ট তাঁর। বিরাট কোহলি ৭৩৬ পয়েন্টে রয়েছেন। তবে প্রথম ১০ জনের মধ্যে অবশ্য জায়গায় কোনও বদল হয়নি। প্রত্যেক প্লেয়াররই তাঁর গত মাসের জায়গা ধরে রেখেছেন।

প্রথম দশের বাইরে পয়েন্ট তালিকায় বদল এসেছে। ট্র্যাভিস হেড এক ধাপ উপরে উঠে ১১ নম্বর রয়েছেন। কেএল রাহুল এক ধাপ উপরে উঠেছেন ৬৩৮ পয়েন্ট নিয়ে।

icc odi ranking

ভারতীয় দল শেষবার ODI ক্রিকেট খেলেছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে। অগস্ট মাসে বাংলাদেশের বিরুদ্ধে ODI সিরিজ় খেলার কথা থাকলেও সেটা হয়নি।

গত মাসে ICC-র ODI র‌্যাঙ্কিং থেকে উধাও হয়ে গিয়েছিল রোহিত শর্মা ও বিরাট কোহলির নাম। অনেকেই মনে করেছিলেন দুই তারকা হয়তো ODI ক্রিকেটকে বিদায় জানালেন, কিন্তু পরে জানা যায় সেটা ছিল ICC-র প্রযুক্তিগত ত্রুটি। পরে তাঁদের নাম ফেরানো হয়।

ODI বোলার র‌্যাঙ্কিং

বোলারদের মধ্যে তালিকায় শীর্ষে রইলেনরেশ মহারাজ। এক ধাপ উপরে উঠে দ্বিতীয় স্থানে বসলেন শ্রীলঙ্কার মহেশ ঠিকশানা। তৃতীয় স্থানে রইলেন কুলদীপ যাদব ৬৫০ রেটিং পয়েন্ট তাঁর। নবম স্থানে আছেন রবীন্দ্র জাডেজা। একধাপ করে উপরে উঠেছেন মহম্মদ সামি ও মহম্মদ সিরাজ। দুই বোলার রয়েছেন যথাক্রমে ১২ ও ১৩ নম্বরে।

Lading . . .