প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পায়ে চোট পেয়েছিলেন ঋষভ পন্ত। এ চোটের ফলে সিরিজ থেকেই ছিটকে যান তিনি। চিকিৎসার জন্য কিছুদিন আগে আবার ইংল্যান্ডে গিয়েছিলেন ভারতের এই উইকেটরক্ষক ব্যাটার। সেখান থেকে সরাসরি মুম্বাইয়ে ফিরে বিশেষজ্ঞদের পরামর্শ নেন। এবার তার গন্তব্য বেঙ্গালুরু। তার আগে গাছের নিচে বসে চুল কাটিয়ে ছোটবেলার স্মৃতিতে ডুব দিয়েছেন পন্ত।
দেশে ফেরার পর কয়েক দিন মুম্বাইয়ে ছিলেন পন্ত। চোট পরীক্ষার পর বিশেষজ্ঞরা তাকে এখনও মাঠে ফেরার অনুমতি দেননি। তবে আগামী অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে চান পন্ত। তার আগে ফিট হয়ে ওঠার জন্য তিনি আপাতত বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অফ এক্সিলেন্সে থাকবেন।
সেখানে বোর্ডের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পন্তের রিহ্যাব চলবে। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের সিরিজ খেলতে পারবেন বলে মনে করা হচ্ছে। চিকিৎসকরা অনুমতি দিলে অনুশীলন শুরু করবেন এ ক্রিকেটার। তবে এখনও তার ডান পায়ে ব্যান্ডেজ বাধা রয়েছে।
এরই মাঝে নিজের সবশেষ অবস্থা জানিয়েছেন পন্ত। সোমবার (৮ সেপ্টেম্বর) ঠান্ডা পানীয় হাতে গাছের নিচে বসে চুল কাটানোর ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘ছোটবেলার স্মৃতি মনে পড়ছে। এভাবে গাছে নিচে বসে চুল কাটাতাম। আবার সেভাবে চুল কাটাতে ইচ্ছে করল। কারা কারা এভাবে গাছের নিচে বসে চুল কাটিয়েছেন জানাবেন। ছোটবেলার স্মৃতি ভোলা যায় না।’
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টেস্টে ক্রিস ওকসের ইয়র্কারে পায়ের পাতায় চোট পেয়েছিলেন পন্ত। চোট নিয়েই দ্বিতীয় ইনিংসে দলের জন্য ব্যাট করতে নেমেছিলেন তিনি। তবে চোটের মাত্রা বেশি হওয়ায় সিরিজের পঞ্চম টেস্ট খেলতে পারেননি ২৭ বছর বয়সী এ ক্রিকেটার।
এএল