নিজের পকেট থেকে দিলেন টাকা, পাঞ্জাবে বন্যা বিধ্বস্তদের পাশে হরভজন
প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫
ডুবেছে পাঞ্জাব। উত্তর ভারতের এই রাজ্যের ২৩টা জেলরা মধ্যে ২২টা জেলাকেই বন্যা কবলিত বলে ঘোষণা করে দিয়েছে সরকার। বিভিন্ন সংস্থা পাশে দাঁড়িয়েছে পাঞ্জাবের। সাধারণ মানুষ, গবাদি পশুকে উদ্ধার করে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি ত্রাণও পাঠানো হচ্ছে। এ বার পাঞ্জাবের পাশে দাঁড়ালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও রাজ্যসভার সাংসদ হরভজন সিং। পাঞ্জাবের জন্য বোট, অ্যাম্বুলেন্স ও আর্থিক সাহায্য করলেন।
রাজ্যসভার সাংসদ হিসেবে হরভজন সিং সাংসদ তহবিলে টাকা পান। সেই টাকাটা তিনি খরচ করতে পারেন বিভিন্ন কাজে। সেই টাকা থেকে তিনি আটটা স্টিমার বোট দেন। এরসঙ্গে নিজের টাকা থেকে তিনটে বোট দেন। হরভজনের সঙ্গে যুক্ত এক ব্যক্তি PTI-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘হরভজন পাঞ্জাবে উদ্ধার কাজের জন্য ১১টা স্টিমার বোট দিয়েছেন। আটটা সাংসদ তহবিল থেকে এবং বাকি তিনটে তাঁর পকেট থেকে। প্রতিটা বোটের দাম সাড়ে চার থেকে সাড়ে পাঁচ লাখ টাকা। অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য উনি তিনটে অ্যাম্বুলেন্সও দিয়েছেন।’
গত কয়েক সপ্তাহ ধরে পাঞ্জাব জলে ডুবে আছে। টানা বৃষ্টি ও নদীর জলের স্তর বেড়ে যাওয়ায় চাষের জমি থেকে শুরু করে পশুদের ক্ষতি হয়েছে। বিপুল অর্থের ফসল নষ্ট হয়েছে। সরকার থেকে শুরু করে একাধিক বেসরকারি সংস্থা এগিয়ে এসেছে পাঞ্জাবকে সাহায্য করতে। সেই তালিকায় নাম লেখালেন হরভজন সিং।
পাঞ্জাবের পাশে দাঁড়াতে হরভজন নিজে সাহায্য করার পাশাপাশি তাঁর বন্ধু, আত্মীয়স্বজনের কাছে আবেদন করেছেন। সূত্র মারফত জানা গিয়েছে হরভজনের ডাকে সাড়া দিয়ে একটি স্পোর্টস সংস্থা ৩০ লাখ টাকা সাহায্য করেছে। ভাজ্জির দুই বন্ধু ১২ লাখ ও ৬ লাখ টাকা দিয়েছেন। সব মিলিয়ে হরভজনের ডাকে সাড়া দিয়ে ত্রাণ বাবদ মোট ৫০ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে। এই টাকাগুলো খরচ করা হবে খাবার, ওষুধ কেনার জন্য।
হরভজন আম আদমি পার্টির টিকিটে রাজ্যসভার সাংসদ হয়েছেন। তিনি পুরো বিষয়টার দিকে নজর রাখছেন।