‘দু’বারই হারাব’, এশিয়া কাপের আগে ভারতকে হুংকার পাক তারকার
প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিতর্কের মাঝে দুই দলের মধ্যে ম্যাচের ঘোষণার পর থেকেই তা শিরোনামে। ভারতের সিদ্ধান্তের যেমন নিন্দা হচ্ছে, তেমনই নজর কাড়ছে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে বিজ্ঞাপনের খরচও। এ বার মেগা ম্যাচের আগে হুংকার দিলেন পাকিস্তানের পেসার হ্যারিস রউফ।
এশিয়া কাপের যা সূচি তাতে ভারত ও পাকিস্তান দুই দল একে অন্যের বিরুদ্ধে একের বেশিবার মুখোমুখি হতে পারে। গ্রুপস্তরে ম্যাচ থাকলেও তারা নকআউট পর্বে মুখোমুখি হতে পারে। সেই হিসেবে ACC সূচি তৈরি করেছে। এ বার এই বিষয় নিয়ে প্রশ্ন করা হয় এশিয়া কাপে পাকিস্তান দলের সদস্য হ্যারিস রউফকে। এক সমর্থক তাঁকে প্রশ্ন করেন, পাকিস্তান এশিয়া কাপে ভারতকে হারাতে পারবে কি না। এই প্রশ্নের জবাবে, হ্যারিস রউফ খুব একটা না ভেবে জানান, পাকিস্তান দু’বারই ভারতকে হারাবে এশিয়া কাপে।
এশিয়া কাপে খেলছে আটটা দল। ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে। ২৮ সেপ্টেম্বর ভারত ও পাকিস্তান একে অন্যের বিরুদ্ধে খেলতে নামবে। তবে এশিয়া কাপের আগে পাকিস্তান কিছুটা হলেও এগিয়ে থাকবে। কারণ তারা এশিয়া কাপের আগে সংযুক্ত আবর আমিরশাহীতে ত্রিদেশিয় টুর্নামেন্ট খেলবে।
Haris Rauf on Pakistan vs India. 🇵🇰🔥 pic.twitter.com/1nywqFxGou
এশিয়া কাপে পাকিস্তান দল
সলমন আলি আঘা, আবরার আহমেদ, ফাহিম আশরফ, ফখর জ়ামান, হ্যারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ়, হুসেন তালাত, খুশদিল শাহ, মহম্মদ হ্যারিস, মহম্মদ নওয়াজ়, মহম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজ়াদা ফারহান, সাইম আয়ুব, সলমন মির্জ়া, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়াম মোকিম
এশিয়া কাপে পাকিস্তানের রেকর্ড
পাকিস্তান এখনও পর্যন্ত ১৫ বার এশিয়া কাপ জিতেছে। জিতেছে মাত্র দু’বার। মইন খানের নেতৃত্বে ২০০০ সালে ও মিসবাহ উল হকের নেতৃত্বে ২০১২ সালে জিতেছে।