Advertisement

সৌজন্য নয়, ‘প্রতীকী প্রতিবাদ’-এর পথে হাঁটবে টিম ইন্ডিয়া?

এই সময়

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

‘প্রতীকী প্রতিবাদ’ করতে পারে টিম ইন্ডিয়া।
‘প্রতীকী প্রতিবাদ’ করতে পারে টিম ইন্ডিয়া।

গত এক দশকেরও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক ক্রিকেট বন্ধ থাকলেও, ভারত ও পাকিস্তান বহু বার আইসিসি এবং এসিসি টুর্নামেন্টে একে অপরের মুখোমুখি হয়েছে। তবে ২০২৫ সালের এশিয়া কাপের রবিবারের ম্যাচটি যেন এক অন্য রকম দ্বৈরথ, যেখানে শুধু ব্যাট-বলের খেলা নয়, রয়েছে আবেগ, প্রতিবাদ, এবং রাজনৈতিক উত্তেজনার ছায়া।

পহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা চরমে। এই প্রেক্ষাপটে অনেকেই প্রশ্ন তুলছেন, এই মুহূর্তে কি ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া উচিত, এমন কী এসসি বা আইসিসি টুর্নামেন্টের মঞ্চেও?

Team India Planning 'Symbolic Protest'

বয়কটের ডাক, বিতর্কের ঢেউ

এ বারের ভারত-পাক ম্যাচ ঘিরে বিতর্ক তুঙ্গে। বহু সমর্থক এই ম্যাচ বয়কট করছেন, এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ও খেলোয়াড়দের সমালোচনার মুখে পড়তে হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার সিদ্ধান্তের জন্য। NDTV-কে দুবাই থেকে এক সূত্র জানিয়েছে, এই ‘বয়কট বিতর্ক’ ভারতীয় ড্রেসিং রুমেও প্রবেশ করেছে, গোটা শিবিরের আবহ এখন ‘গম্ভীর’।

মাঠে প্রতিবাদের ছায়া

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় সরাসরি প্রতিবাদের সুযোগ সীমিত। তবে NDTV-র দাবি অনুয়ায়ী, ভারতীয় দলের কিছু সদস্য ম্যাচ চলাকালীন ‘প্রতীকী প্রতিবাদ’ জানাতে পারেন। করমর্দন এড়িয়ে যাওয়া, কালো আর্মব্যান্ড পরা, কিংবা অন্য কোনও নীরব বার্তা দেওয়া হতে পারে।

Team India Planning 'Symbolic Protest'

আবেগের প্রতিফলন, বার্তার মঞ্চ

ক্রিকেটপ্রেমীদের আবেগ সম্পর্কে BCCI-র শীর্ষ কর্মকর্তারাও সচেতন। তাই বোর্ড ও খেলোয়াড়রা হয়তো এই ম্যাচকে ব্যবহার করতে পারেন একটি বার্তা দেওয়ার মঞ্চ হিসেবে, যেখানে ভারতের প্রতিটি মানুষের পাকিস্তান সংক্রান্ত অনুভূতির প্রতিফলন ঘটবে, আর সেটা দেখা যাবে হয়তো মাঠেই।

কোচের বার্তা: আবেগের প্রতি শ্রদ্ধা

ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে শনিবারের প্রাক-ম্যাচ প্রেস কনফারেন্সে বলেন, ‘আমরা জানি মানুষের আবেগ কতটা গভীর। গৌতির বার্তা খুবই পেশাদার, তিনি বলেছেন, যে সব বিষয় আমাদের নিয়ন্ত্রণে নেই, তা নিয়ে চিন্তা না করাই ভালো।’ দুশখাতে আরও যোগ করেন, ‘আমার বিন্দুমাত্র সন্দেহ নেই যে, আমাদের খেলোয়াড়রা ভারতীয় জনতার আবেগ, ভালোবাসা ও সহানুভূতির সঙ্গে একাত্ম হয়ে খেলবেন।’

Lading . . .