টেস্ট টিমে কামব্যাকের ইঙ্গিত? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের নেতৃত্বে শ্রেয়স
প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫

৯ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপ। দুরন্ত ফর্মে থেকেও এই টুর্নামেন্টে ভারতীয় স্কোয়াডে শ্রেয়স আইয়ার জায়গা পাননি। তা নিয়ে কম চর্চা হয়নি। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়েও ডাক পাননি শ্রেয়স। তাই জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়লেন কি না, সেই প্রশ্ন উঠতে শুরু করেছিল। তবে এ বার শুধু কামব্যাকই নয়, আরও বড় দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার। অস্ট্রেলিয়া ‘A’ দলের বিরদ্ধে টেস্ট সিরিজ়ে ভারতীয় ‘A’ দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স।
শনিবার এই সিরিজ়ের জন্য দল ঘোষণা করল BCCI। আর কারা জায়গা পেলেন স্কোয়াডে?
বড় দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার
ভারতীয় ‘A’ দলের স্কোয়াডে শ্রেয়স আইয়ারের থাকা নিশ্চিত ছিল আগেই। শনিবার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা হওয়ার পরে জানা গিয়েছে, দলকে নেতৃত্ব দেবেন তিনি। দু’টি টেস্ট ম্যাচ এবং তিনটি ODI খেলতে ভারতে আসছে অস্ট্রেলিয়া ‘A’ দল। ১৬-১৯ সেপ্টেম্বর এবং ২৩-২৬ সেপ্টেম্বর আয়োজিত হবে এই দুই টেস্ট। ভাইস ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়েছে ধ্রুব জুরেলকে।
Shreyas Iyer to lead India A in two 4-dayers vs Aus A.
KL Rahul & Mohammed Siraj to be part of second game.
Squad: Shreyas (c), Easwaran, Jagadeesan (wk), Sudharsan, Jurel (vc, wk), Padikkal, Harsh Dubey, Badoni, Nitish, Kotian, Prasidh, Gurnoor, Khaleel, Suthar, Yash Thakur pic.twitter.com/q3dAW6PkNo
দলীপ ট্রফিতে ভালো পারফর্ম করায় এই দলে জায়গা পেয়েছেন নারায়ণ জগদীশন, দেবদত্ত পাডিক্কল, আয়ুষ বাদোনিরা। ভবিষ্যতের কথা ভেবে অভিমন্যু ইশ্বরণ, সাই সুদর্শন, নীতীশ কুমার রেড্ডিদেরও রাখা হয়েছে স্কোয়াডে। জায়গা পেয়েছেন প্রসিধ কৃষ্ণ, খলিল আহমেদরা। তবে ভালো ফর্মে থেকেও বাদ পড়েছেন ঋতুরাজ গায়কোয়াড় ও রজত পতিদার।
আরও দুই তারকা ক্রিকেটার কেএল রাহুল ও মহম্মদ সিরাজকেও দেখা যাবে এই সিরিজ়ে খেলতে। দ্বিতীয় টেস্টে খেলবেন তাঁরা। তখন প্রথম টেস্ট শেষ হওয়ার পরে স্কোয়াডের দুই ক্রিকেটারকে বসিয়ে সুযোগ দেওয়া হবে তাঁদের।
🚨 NEWS 🚨
India A squad for two multi-day matches against Australia A announced.
Details 🔽 #TeamIndia https://t.co/PJI6lWxeEQ pic.twitter.com/2gqZogQKnN
কেন এই সিরিজ় গুরুত্বপূর্ণ শ্রেয়সের জন্য?
এশিয়া কাপ শেষ হলেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ় খেলবে ভারত। এর পরেই অস্ট্রেলিয়া উড়ে যাবে সাদা বলের সিরিজ়ের জন্য। তার পরে ঘরের মাঠে টেস্ট সিরিজ় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তাই A দলের হয়ে ভালো পারফর্ম করলে জাতীয় দলে কামব্যাকের দাবি জোরালো হবে শ্রেয়সের।