Advertisement

সোনালি অধ্যায়ের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর চেতেশ্বর পূজারার

এই সময়

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর চেতেশ্বর পূজারার,ছবিঃ এক্স
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর চেতেশ্বর পূজারার,ছবিঃ এক্স

ভারতীয় ক্রিকেটের এক সোনালি অধ্যায়ের অবসান। ১৫ বছরের ক্রিকেট কেরিয়ারে ইতি টানলেন চেতেশ্বর পূজারা। রবিবার সকালে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে অবসরের কথা ঘোষণা করেন তিনি।

নিজের ইন্সটাগ্রামে একটি পোস্টে তিনি লেখেন, ‘ভারতের জার্সি পরে জাতীয় সঙ্গীত গাওয়া এবং প্রতিবারই মাঠে নেমে নিজের সেরাটা দেওয়ার অনুভূতি বলে বোঝাতে পারব না। তবে কথায় আছে, সব ভালো জিনিসেরই একটা পরিসমাপ্তি ঘটে। তাই সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে সব ধরনের ফরম্যাট থেকেই অবসর নিচ্ছি।’

রাহুল দ্রাবিড় অবসর নেওয়ার পরে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে টেস্ট ফরম্যাটে তিন নম্বরে ভারতের অন্যতম বড় ভরসা ছিলেন পূজারা। দেশের মাটি হোক কিংবা বিদেশ, যতবারই কঠিন পরিস্থিতিতে পড়েছে ভারত, ততবারই ত্রাতা হয়ে দাঁড়িয়েছেন পূজারা। ক্রিজ়ে টিকে থেকে সামলেছেন বিপক্ষের পেসারদের। বলের আঘাত সহ্য করেও লড়ে গিয়েছেন। এ বার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের অন্যতম সেরা টেস্ট ব্যাটার।

A post shared by Cheteshwar Pujara (@cheteshwar_pujara)

চেতেশ্বর পূজারার কেরিয়ার

২০১০ সালে ভারতের হয়ে টেস্ট অভিষেক ঘটে পূজারার। এরপরে ১৫ বছরের কেরিয়ারের খেলেছেন ১০৩টি টেস্ট ম্যাচ। ৪৩.৬০ গড়ে করেছেন ৭১৯৫ রান। এর মধ্যে রয়েছে ১৯টি সেঞ্চুরি ও ৩৫টি হাফ সেঞ্চুরি। দেশের জার্সিতে খেলেছেন ৫টি ODI এবং ৭১টি টি-টোয়েন্টি ম্যাচও।

Streets won't forget this Cheteshwar Pujara pic.twitter.com/lFZGzMkBpb

তবে সম্প্রতি হয়ে উঠেছিলেন ব্রাত্য। শেষ কয়েক বছরে মূলত ধারাভাষ্যকরের ভূমিকায় দেখা গিয়েছে সৌরাষ্ট্রের এই ক্রিকেটারকে। ২০২৩ সালের WTC ফাইনালের পরে আর ডাক পাননি জাতীয় দলে। তবে হাল না-ছাড়ার কথাই জানিয়েছিলেন পূজারা। জাতীয় দলে কামব্যাকের জন্য আগামী মরশুমে রঞ্জি খেলার কথাও বলেন। সেই পূজারার হঠাৎ অবসর ঘোষণায় অবাক সকলেই।

Pujara: The Ultimate Warrior at Gabba 🔥 pic.twitter.com/N1FrfHGmbi

Lading . . .