কাঁধে চোট, কেমন ছিল এক হাতে খেলার অভিজ্ঞতা? মুখ খুললেন ক্রিস ওকস
প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে চর্চা চলছেই। ক্রিকেটের বাইরেও বহু বিষয়ে আলোচনা হচ্ছে এই সিরিজ় নিয়ে। ম্যাঞ্চেস্টারে ভাঙা পা নিয়েও ব্যাটিং করেছিলেন ঋষভ পন্থ। তাঁর লড়াইকে কুর্নিশ জানিয়েছিল ক্রিকেট দুনিয়া। ঠিক তেমনই সিরিজ়ের শেষ ম্যাচে ওভালে কাঁধে চোট নিয়েও ব্যাট করতে নামেন ইংল্যান্ডের তারকা পেসার ক্রিস ওকস। এক হাত বাঁধা থাকলেও লড়াই চালিয়ে গিয়েছেন তিনি একটা প্রান্ত আগলে রেখে। মহম্মদ সিরাজ, আকাশ দীপদের মুখোমুখি হওয়ার জন্যও প্রস্তুত ছিলেন। তবে ছিল একটা ভয়ও। কেমন ছিল সেই অভিজ্ঞতা? মুখ খুললেন ক্রিস ওকস।
তীব্র যন্ত্রণা সত্ত্বেও খেলে যাচ্ছিলেন তিনি, এমনটাই জানালেন। এক সাক্ষাৎকারে ওকস বলেন, ‘যন্ত্রণা বলে বোঝানো যাবে না। আমি শুধুমাত্র পেনকিলার খেয়ে নেমেছিলাম। কিন্তু কাঁধের অংশটা ফুলে যাওয়ায় তীব্র যন্ত্রণা হচ্ছিল। স্বাভাবিক ছন্দেই দৌড়নোর চেষ্টা করছিলাম কিন্তু বারবার মনে হচ্ছিল কাঁধের হাড়টা যেন সরে যাচ্ছে। তাই হেলমেট ছুড়ে ফেলে দাঁত দিয়ে গ্লাভস খুলি। কাঁধের অবস্থা দেখে তবেই আশ্বস্ত হয়েছিলাম।’কোনও বলের মুখোমুখি হতে হয়নি ওকসকে।
তবে কোনও বলের মুখোমুখি হতে হয়নি ওকসকে। গাস অ্যাটকিনসন স্ট্রাইকে থাকায় শুধু রান নিতে হয়েছিল ওকসকে। তবে এই নিয়ে তিনি দ্বিধায় ছিলেন।
Christopher Roger Woakes ❤️ pic.twitter.com/np2G5JIiJj
ইংল্যান্ডের পেসার বলেন, ‘কখনও কখনও মনে হচ্ছিল এক হাতেই একটা বল ডিফেন্স করে দেখিই না, কেমন লাগে। অথবা, এক ওভার খেলারব কথাও ভাবছিলাম। কোনওভাবে ব্যাটে বল ছুঁয়ে বাউন্ডারি পাওয়া যায় কি না। কিন্তু অন্য দিকে মনে হচ্ছিল, ভাগ্যিস ১৪০ কিমি গতির কোনও বাউন্সারের মুখোমুখি হতে হয়নি।’
Let's pause & take a moment to acknowledge these WARRIORS! 🙌
Wishing you a speedy recovery, #ChrisWoakes & #RishabhPant ✌ #ENGvIND #INDvENG pic.twitter.com/Da3vo6rZMn
কিন্তু লড়াইয়ের জন্য সবসময়েই প্রস্তুত ছিলেন ওকস। ১০০ রান বাকি থাকলেও ব্যাট করতে নামতেন এমনটাই জানিয়েছেন এই অভিজ্ঞ পেসার। আর এই লড়াইয়ের জন্য বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছেন তিনি।