প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫

সিরিজে প্রথমবারের মতো আগে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু করেছে বাংলাদেশ। বিশেষ করে লিটন দাস রীতিমতো ঝড় তুলেছেন! তবে হঠাৎ লিটনের ঝড় থামিয়ে সিলেটে হানা দিয়েছে বৃষ্টি। ফলে আপাতত বন্ধ আছে ম্যাচ।
৪ ওভার ১ বল খেলে বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ৬০ রান। ১৬ বলে ৪২ রানে অপরাজিত লিটন।
আগের দুই ম্যাচেই টস জিতে শুরুতে ফিল্ডিং করেছিল বাংলাদেশ। কোনো ম্যাচেই দেড়শ রানও করতে পারেনি নেদারল্যান্ডস। তাতে ছোট লক্ষ্য সহজেই পেরিয়ে যায় বাংলাদেশ। ফলে ব্যাটারদের তেমন একটা পরীক্ষা দিয়ে হয়নি। তাই আজ আগে ব্যাটিং করায় নিজেদের শক্তিমত্তা যাচাইয়ের সুযোগ পায় বাংলাদেশ।
নিয়মিত দুই ওপেনার বিশ্রামে থাকায় আজ ইনিংস ওপেন করেন লিটন দাস ও সাইফ হাসান। সাইফ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ৮ বলে ১২ রানে ফিরেছেন তিনি। তবে আরেক প্রান্তে রীতিমতো ঝড় তুলেন লিটন। অধিনায়কের ব্যাটে দারুণ শুরু পায় বাংলাদেশ।
বাংলাদেশের ভালো শুরু থামিয়েছে অবশ্য বৃষ্টি। ইনিংসের পঞ্চম ওভারের খেলার সময় হানা দেয় বৃষ্টি।
এইচজেএস