ক্রিকেট দল কেনার পর এ বার ফিল্ম প্রোডিউসার, ফের আলোচনায় চাহালের চর্চিত বান্ধবী
প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

২০২৪ সালের ডিসেম্বর মাসের আগে পর্যন্ত আরজে মাহবাশকে ক্রিকেট সমর্থকদের কতজন চিনতেন সেটা হয়তো হাতে গুনে বলা যাবে। কিন্তু যুজ়বেন্দ্র চাহালের সঙ্গে একটা ছবি সব বদলে দিয়েছে। এখন ভারতের ক্রিকেট সমর্থকদের সার্চ হিস্ট্রিতে জ্বলজ্বল করছে চাহালের সঙ্গে মাহবাশের সম্পর্ক। সে চাহাল যতই চুপ করে থাকুক না কেন চর্চা কিন্তু থামছে না। এ বার সেই চর্চায় ইন্ধন দিল চাহালের একটি কমেন্ট।
সম্প্রতি আরজে মাহবাশ একটি পোস্ট করেন। দুবাইতে ইমার্জিং ফিল্ম প্রোডিউসার অ্যাওয়ার্ড পান তিনি। ইন্সটাগ্রামে তাঁর পুরস্কার নেওয়ার সেই ছবি তিনি শেয়ার করেন। ক্যাপশনে জানান তাঁর পরিশ্রমের কথা। তিনি লেখেন, ‘সদিচ্ছা থাকলে যাত্রা সহজ হয়।’ তাঁর এই যাত্রায় যুক্ত থাকার জন্য তিনি সবাইকে ধন্যবাদও জানান।
এই পোস্টে অনেকেই মাহবাশকে ধন্যবাদ জানান। সেই তালিকা থেকে বাদ পড়েননি চাহালও। তিনি মাহবাশের পোস্টে লভ রিঅ্যাক্ট করেন এবং কমেন্টে ‘অভিনন্দন’ লেখেন। এটা দেখার পর আলোচনা শুরু হয়েছে তাদের মধ্যে সম্পর্ক নিয়ে।
A post shared by Mahvash (@rj.mahvash)
আরজে মাহবাশ ও যুজ়বেন্দ্র চাহালের মধ্যে সম্পর্ক
এই দু’জনের মধ্যে সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয় ২০২৪ সালের ডিসেম্বর মাসে। সেই সময়ে মাহবাশ চাহালের সঙ্গে একটি ছবি শেয়ার করেন। যেখানে তাদের একসঙ্গে লাঞ্চ করতে দেখা গিয়েছিল। এই ছবিটা ছিল ২০২৪ সালের ২৫ ডিসেম্বর তোলা। তার আগে চাহালের সঙ্গে ধনশ্রীর বিচ্ছেদ হয়।
এর পর থেকে চাহাল ও ধনশ্রীকে একসঙ্গে দেখা যায়। IPL-এ গ্যালারিতে বসে চাহালের হয়ে গলা ফাটানো থেকে শুরু করে পাঞ্জাব কিংসের ড্রেসিংরুম ও টিম বাসে মাহবাশের যাওয়া, সবেতেই দেখা গিয়েছে তাঁদের। বিভিন্ন মহলে তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হওয়ায় তাঁরা জানিয়েছিলেন, তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক। চাহাল এটাও জানিয়েছিলেন, তাঁকে ও মাহবাশকে নিয়ে যেই গুঞ্জন চলছে তাতে তাঁরা একসঙ্গে বেরোতে পারেন না।