India vs Bangladesh Live: চারের পর ছক্কা, নাসুম আহমেদের উপর রোডরোলার ভারতের
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫
৫০ পার ভারতের
৫ ওভার শেষে ভারতের রান বিনা উইকেটে ৫৫। ক্রিজ়ে আছেন শুবমান গিল (২৪) ও অভিষেক শর্মা (৩০)।
৪ ওভার শেষ
ভারতের রান বিনা উইকেটে ৩৮।
প্রথম ওভার শেষ
ভারতের রান বিনা উইকেটে ৩, কড়া বোলিং বাংলাদেশের।
ম্যাচ শুরু
ওপেনে অভিষেক শর্মা ও শুবমান গিল। বল হাতে তানজ়িম হাসান সাকিব।
বাংলাদেশের প্রথম একাদশ
সইফ হাসান, তানজ়িদ হাসান তামিম, পারভেজ় হোসেন ইমন, তৌহিদ হৃদয়, শামিম হোসেন, জাকের আলি, মহম্মদ সাইফুদ্দিন, রিশাদ হোসেন, তানজ়িম হাসান সাকিব, নাসুম আহমেদ, মুস্তাফিজ়ুর রহমান
দেখে নিন ভারতের প্রথম একাদশ
অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী
টস আপডেট
টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের।
খেলবেন লিটন দাস?
গতকাল নেটে ব্যাটিংয়ের সময়ে পিঠে চোট পান লিটন দাস। দ্রুত তাঁকে তুলে নেওয়া হয়। তাঁর খেলা নিয়ে সংশয়।
আজকের দিনে
২০০৭ সালে আজকের দিনে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত।
#OnThisDay in 2007!
Led by @msdhoni , #TeamIndia created history by clinching the ICC World Twenty20 Trophy! 🏆 🙌 pic.twitter.com/dVgRsG4T96
খেলবেন বুমরা?
কোথায় দেখা যাবে ম্যাচ?
ম্যাচটি টিভিতে সোনি টেন নেটওয়ার্কে দেখা যাবে। এছাড়াও SonyLIV অ্যাপ ও ওয়েবসাইটে ম্যাচটা দেখা যাবে। তবে SonyLIV ছাড়াও অন্য অ্যাপেও দেখা যাবে। FanCode অ্যাপ ও ওয়েবসাইটে দেখা যাবে। তবে সোনি ও FanCode-এ ম্যাচটা দেখতে গেলে টাকা খরচ করতে হবে।
কখন শুরু হবে ভারত-বাংলাদেশ ম্যাচ?
ভারত বনাম বাংলাদেশের মধ্যে ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত আটটায়। সাড়ে আটটায় টস হবে।
সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচ
পাকিস্তানকে হারানোর পর এ বার ভারতের সামনে বাংলাদেশ। সুপার ফোরের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ এটি।