UAE-কে নিয়ে ছেলেখেলা, সহজ জয় দিয়ে এশিয়া কাপ শুরু ভারতের
প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

১৫ ম্যাচ পর টস জিতেছে ভারত। এই ম্যাচটা নিঃসন্দেহে ভারতের কাছে স্পেশাল ছিল। তারসঙ্গে এটা ছিল দলকে দেখে নেওয়ারও। কারণ জানুয়ারি মাসের পর এই প্রথম ভারতের টি-টোয়েন্টি দল খেলতে নামল। আর সেখানে নেমে কার্যত বিনা লড়াইয়ে জিতে গেল ভারত। ১৩.১ ওভারে UAE-কে অলআউট করার পর মাত্র ৪.৩ ওভারে এক উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে টিম ইন্ডিয়া।
এই ম্যাচের ফল কী হবে সেটা আগে থেকেই অনুমান করেছিলেন সমর্থকরা। কিন্তু লড়াইটা যে একপেশে হবে সেটা হয়তো অনেকেই কল্পনা করতে পারেননি। সেটাই হয়েছে। ম্যাচে প্রথমে বল করতে নেমে ভারত কার্যত প্র্যাকটিস ম্যাচ খেলল। একমাত্র হার্দিক পান্ডিয়া বাদে সবাই উইকেট পেলেন। কুলদীপ যাদব নিলেন চারটে উইকেট। তিনটে নিলেন শিবম দুবে। একটি করে উইকেট নেন জশপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী।
UAE-র ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করলেন আলিশান শরাফু। করলেন ২২ রান। এর পর ১৯ রান করেন অধিনায়ক মহম্মদ ওয়াসিম। বাকি কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। আটজন ব্যাটার এক অঙ্কের রানে ফেরেন।
ভারতের স্পিনার থেকে পেসার কারও বল বুঝতে পারেননি UAE-র ব্যাটাররা। একটা সময়ে তারা ছিল ৪৮ রানে চার উইকেট। সেখান থেকে শেষ করে ৫৭ রানে।
রান তাড়া করতে নেমে সমর্থকদের অপেক্ষা ছিল কত দ্রুত ভারত শেষ করতে পারে। কারণ ওপেন করেছিলেন অভিষেক শর্মা ও শুবমান গিল। দুই তারকার শক্তির ব্যাপারে সকলেই জানেন আর হলোও সেটা। প্রথম বলে ছক্কা ও তারপরের বলে চার মেরে শুরু করেন অভিষেক শর্মা। এর পর একের পর এক বড় শট খেলতে থাকেন অভিষেক শর্মা ও শুবমান গিল। কিন্তু ১৬ বলে ৩০ রান করে ফেরেন অভিষেক শর্মা। তাঁকে ফেরান জুনেইদ সিদ্দিকি।
তবে এক উইকেট পড়লেও সেটা সমস্যা হয়নি ভারতের জন্য। সূর্যকুমার যাদব নেমে একের পর এক বড় শট খেলে দলকে জিতিয়ে দেন। শেষ পর্যন্ত ক্রিজ়ে টিকেছিলেন শুবমান গিল (৯ বলে ২০) ও সূর্যকুমার যাদব (২ বলে ৭)।