প্রথম একাদশে খেলবেন সঞ্জু? প্রথম ম্যাচের আগেই ‘ফাঁস’ ক্যাপ্টেন সূর্যর
প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপে সঞ্জু স্যামসন প্রথম একাদশে সুযোগ পাবেন কি না সেটা সবচেয়ে বড় প্রশ্ন। তিনি ওপেন করলেও এ বার শুবমান গিলকে দলে নেওয়ায় তাঁর সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে কিপার হিসেবে রয়েছেন জিতেশ শর্মা। ফর্মে থাকা সঞ্জুকে কি বাদ দেওয়ার ঝুঁকি নেবে টিম ইন্ডিয়া? ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে মুখ খুললেন অধিনায়ক সূর্যকুমার যাদব।
ওপেনার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে সঞ্জু স্যা্মসনের স্ট্রাইক রেট ও ফর্ম দুটোই দুর্দান্ত। কেরালা ক্রিকেট লিগে তিনি একের পর এক বড় ইনিংস খেলেছেন।
সঞ্জু স্যামসন কি প্লেয়িং ১১-এ সুযোগ পাবেন?
সাংবাদিক বৈঠকে সঞ্জুকে প্রথম একাদশ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা সঞ্জুর ভালো যত্ন নিচ্ছি। চিন্তা করবেন না। আগামিকালের ম্যাচের আগে আমরা ঠিক সিদ্ধান্ত নেব।’ এশিয়া কাপের দল ঘোষণার সময়ে নির্বাচকরা জানিয়েছিলেন ওপেনে অভিষেক শর্মার সঙ্গে শুবমান গিলকে দেখা যাবে।
এ বার শুবমান গিলকে টি-টোয়েন্টি দলে সুযোগ দেওয়া হয়েছে। শুধু সুযোগ দেওয়াই নয়, তাঁকে সহ অধিনায়ক করা হয়েছে। আর তিনি আসায় প্রশ্নের মুখে সঞ্জু স্যামসনের সুযোগ পাওয়া। কারণ সঞ্জুর রেকর্ড টপ অর্ডারে ভালো, লোয়ার অর্ডারে তাঁর ব্যাটিং গড় ভালো নয়। এখানে এগিয়ে জিতেশ শর্মা। তিনি ফিনিশার হিসেবে একাধিক ম্যাচে খেলেছেন। ফলে জিতেশ শর্মার পাল্লা ভারী।
সঞ্জু স্যামসনের সাম্প্রতিক ফর্ম
সঞ্জু স্যামসন এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছেন। কেরালা ক্রিকেট লিগে ছয় ম্যাচে করেছেন ৩৬৮। তাঁর ব্যাটিং গড় ৭৩ এবং স্ট্রাইক রেট ১৮৬। সঞ্জু এই ম্যাচগুলোকে ৩০টা ছক্কা ও ২৪টা চার মেরেছেন। ফলে এশিয়া কাপে তাঁকে বাইরে রাখাটা কঠিন হবে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টের কাছে।