Advertisement

এশিয়া কাপের আগে ধাক্কা পাকিস্তানের, ৩১-এই অবসর তারকা পেসারের

এই সময়

প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

উসমান শিনওয়ারি,Ei Samay
উসমান শিনওয়ারি,Ei Samay

এশিয়া কাপ শুরুর আগে সবধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন পাকিস্তানের ক্রিকেটার উসমান শিনওয়ারি। ২০১৩ সালে পাকিস্তান জার্সিতে অভিষেক করেন উসমান। তবে তিনি ১২ বছর পাকিস্তান ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকলেও সেভাবে সুযোগ পাননি। ফলে এশিয়া কাপের আগেই বিদায় জানালেন ক্রিকেটকে।

উসমান শিনওয়ারি বাঁহাতি ফাস্ট বোলার। ২০১৩ সালের ডিসেম্বর মাসে পাকিস্তানের হয়ে প্রথম ম্যাচ খেলেন তিনি। এই ১২ বছরে তিনি পাকিস্তানের হয়ে ৩৪টা ম্যাচ খেলেছেন। গত ছয় বছর ধরে তিনি জাতীয় দলে জায়গা পাচ্ছিলেন না। শেষ ম্যাচ খেলেছিলেন ২০১৯ সালের অক্টোবর মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এরপর তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়। কামব্যাকের জন্য বেশ কয়েকবার চেষ্টা করলেও দেশের হয়ে খেলার সুযোগ পাননি।

আন্তর্জাতিক ক্রিকেটে উসমান শিনওয়ারির পারফরম্যান্স

উসমান শিনওয়ারি পাকিস্তানের হয়ে ১৭টি ODI খেলেছেন। নিয়েছেন মাত্র ৩৪টি উইকেট। ইকোনমি রেট ৪.৯৪। ODI-তে তিনি দু’বার পাঁচ উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে শিনওয়ারি ১৬টা ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দেন এবং ১৩টি উইকেট নেন। উসমান পাকিস্তানের হয়ে মাত্র একটি টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন, যেখানে তিনি একটি উইকেট নেন।

২০১৭ সালে শিনওয়ারির চমকপ্রদ পারফরম্যান্স

পাকিস্তানের হয়ে খেলার সময়ে উসমানের সেরা পারফরম্যান্স এসেছিল ২০১৭ সালের অক্টোবর মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই ম্যাচে তিনি তার ৫ উইকেট নেন। তিনি আন্তর্জাতিক ক্রিকেটের দ্রুততম ৫ উইকেট নেওয়া বোলারদের মধ্যে অন্যতম। ছয় বছর ধরে জাতীয় দলে সুযোগ না পাওয়ায় তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন।

Lading . . .