Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছয় ছক্কা, দুরন্ত ইনিংসে বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর

এই সময়

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

দুরন্ত ইনিংসে বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর,ছবি: এক্স
দুরন্ত ইনিংসে বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর,ছবি: এক্স

বয়স মাত্র ১৪ বছর। কিন্তু এই বয়সেই একের পর এক রেকর্ড গড়া যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে বৈভব সূর্যবংশী। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ODI সিরিজ়ে দুরন্ত ফর্মে আছে এই কিশোর। প্রথম ম্যাচে খেলেছিল ২২ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস। এর মধ্যে চার-ছক্কাতেই এসেছিল ৩৪ রান। সেই ফর্ম বজায় রাখল দ্বিতীয় ম্যাচেও। ৬৮ বলে ৭০ রানের ইনিংস খেলল বৈভব। এই ইনিংসে মেরেছে ৬টি ছক্কা। এর ফলে নতুন বিশ্বরেকর্ড গড়েছে বৈভব। ইউথ ODI ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এখন এই ১৪ বছর বয়সি ক্রিকেটারের দখলে। ভাঙল উন্মুক্ত চাঁদের রেকর্ড।

কোন বিশ্বরেকর্ড গড়ল বৈভব?

ইউথ ODI-তে জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এতদিন ছিল উন্মুক্ত চাঁদের দখলে। ২১ ইনিংসে ৩৮টি ছক্কা মেরেছিলেন তিনি। সেই রেকর্ড ভাঙল ১৪ বছরের বৈভব। তা-ও মাত্র ১০টা ইনিংস খেলেই। অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় ODI ম্যাচের পরে বৈভবের সংগ্রহ মোট ৪১টি ছক্কা। সবচেয়ে বেশি ছক্কা মারাই নয়, দ্রুততম ক্রিকেটার হিসেবে এই নজির গড়ল বৈভব।

1st Youth ODI: 38(22) ⚡
2nd Youth ODI: 70(68) 💥 #VaibhavSooryavanshi on a roll in Australia! 🔥

AUS U19 🆚 IND U19 ▶️ 2nd Youth ODI LIVE NOW 👉 https://t.co/r2WyBdziXL pic.twitter.com/sVayk3rGoF

সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় প্রথম পাঁচে রয়েছেন আর এক তরুণ ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। ইউথ ODI খেলার সময়ে ২৭ ইনিংসে ৩০টি ছক্কা মেরেছিলেন তিনি।

বৈভবের ঝোড়ো ইনিংস

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে নজর কেড়েছে বৈভব। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথম ওভারেই শূন্য রানে আউট হন ক্যাপ্টেন আয়ুষ মাত্রে। এর পরে হাল ধরে বৈভব ও বিহান মালহোত্রা। ১১৭ রানের জুটি গড়ে দু’জনে। ৬৮ বলে ৭০ রান করে আউট হয় বৈভব। এই ইনিংসে ছিল ৫টি চার ও ৬টি ছক্কা।

Teenage sensation Vaibhav Suryavanshi smashes the all-time Youth ODI sixes record during the second India U-19 vs Australia U-19 match. #VaibhavSuryavanshi pic.twitter.com/sYSLeMUK9g

বিহানের ব্যাট থেকে আসে ৭৪ বলে ৭০ রানের ইনিংস। এই ম্যাচেও নজর কাড়েন অভিজ্ঞান কুণ্ডু। ৬৪ বলে ৭১ রান করেন তিনি। এই তিন ব্যাটারের দাপটে ৩০০ রান তোলে ভারতের অনূর্ধ্ব-১৯ দল।

Vaibhav Suryavanshi's first game in Australia was seriously entertaining 👏

Highlights: https://t.co/hfQabdpRwD pic.twitter.com/TdGijK0ZpG

Lading . . .