Advertisement

রোহিত শর্মার এক ধমকেই সিদ্ধান্তে বদল, যশস্বী জয়সোয়ালকে কী বলেছিলেন হিটম্যান?

এই সময়

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

রোহিত শর্মার এক ধমকেই সিদ্ধান্তে বদল,ANI
রোহিত শর্মার এক ধমকেই সিদ্ধান্তে বদল,ANI

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ে নজর কেড়েছেন তরুণ ক্রিকেটার যশস্বী জয়সোয়াল। পাঁচ টেস্টে খেলে তাঁর সংগ্রহ ৪১১ রান। করেছেন দু’টি সেঞ্চুরি এবং দু’টি হাফ সেঞ্চুরি। তবে এই সিরিজ় শুরুর আগে ঘরোয়া ক্রিকেটে যশস্বীর খেলা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। মুম্বই ছেড়ে গোয়ার হয়ে খেলার বিষয়ে মনস্থির করেছিলেন তিনি। NOC-ও পেয়েছিলেন মুম্বই ক্রিকেট সংস্থার থেকে।

তবে কয়েকদিন পরেই সেই সিদ্ধান্ত থেকে ইউ-টার্ন নেন। মুম্বইয়ের হয়েই খেলবেন বলে জানান যশস্বী। কিন্তু কেন সিদ্ধান্ত বদলেছিলেন এই তরুণ ক্রিকেটার? সেটাই ফাঁস করলেন MCA প্রেসিডেন্ট অজিঙ্ক নায়ক। জানালেন, যশস্বীর মত পাল্টানোর নেপথ্যে রয়েছে রোহিত শর্মার বিশেষ বার্তা।

রোহিতের কোন বার্তায় মুম্বইতে ফিরেছেন যশস্বী?

এই নিয়ে এক সাক্ষাৎকারে অজিঙ্ক নায়ক বলেন, ‘রোহিত শর্মা যশস্বীকে বলেছিলেন ক্রিকেট কেরিয়ারের এমন পর্যায়ে মুম্বইতেই থাকতে। ৪২বার রঞ্জি ট্রফি জিতেছে মুম্বই। তাই ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে খেলা কতটা সম্মান ও গর্বের, সেটা বোঝান রোহিত। শুধু তাই নয়, এই টিমের হয়ে খেলেই ভারতীয় দলে জায়গা পেয়েছেন যশস্বী, সেটাও মনে করিয়ে দেন রোহিত। পরামর্শ দেন এই শহরের প্রতি কৃতজ্ঞ থাকার। মুম্বইয়ের ময়দানে খেলেই নজর কাড়ে যশস্বী। তারপরে মুম্বইয়ের বয়সভিত্তিক দলে জায়গা পায়।’

🚨 ROHIT SHARMA ASKED YASHASVI JAISWAL TO STAY IN MUMBAI 🚨

MCA President Ajinkya Naik said "Rohit asked Yashasvi to stay on in Mumbai at this stage of his career - he explained to Yashasvi that there was a lot of pride & Prestige in playing for a team like Mumbai which has won… pic.twitter.com/TS7ORhaMhY

রোহিত ছাড়াও মুম্বইয়ের আরও অনেক সিনিয়র ক্রিকেটারের সঙ্গে দল ছাড়া নিয়ে আলোচনা করেন যশস্বী। তারপরেই MCA-কে একটি ই-মেইল পাঠিয়ে অনুরোধ জানান তাঁর NOC ফিরিয়ে নেওয়ার জন্য। সেই প্রস্তাব মেনে নেয় মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন।

India openers 🤝 Mum-boys 🇮🇳 pic.twitter.com/XLNBiKNefx

মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে যশস্বীর কেরিয়ার

উত্তরপ্রদেশে জন্ম হলেও ছোট থেকেই মুম্বইয়ের হয়ে ক্রিকেট খেলেছেন যশস্বী জয়সোয়াল। ২০১৯ সালে অভিষেক ঘটে তাঁর। এখনও পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৩ ম্যাচ খেলে করেছেন ৪২৩৩ রান। রয়েছে ১৫টি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি।

Lading . . .