Advertisement

দুরন্ত সেঞ্চুরি জম্মু-কাশ্মীরের শুভমের, ফাইনালের আশায় লড়ছে নর্থ জ়োন

এই সময়

প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫

শুভম খাজুরিয়া,Ei Samay,
শুভম খাজুরিয়া,Ei Samay,

জমে উঠেছে দলীপ ট্রফির সেমি ফাইনালের খেলা। রবিবার ম্যাচের শেষ দিন। তবে শনিবার তৃতীয় দিনের শেষে চর্চায় দুই শুভম। উত্তরাঞ্চলের হয়ে কঠিন পরিস্থিতিতে দুরন্ত সেঞ্চুরি করলেন জম্মু-কাশ্মীরের ক্রিকেটার শুভম খাজুরিয়া। ২৪৫ বলে ১২৮ রানে অপরাজিত রয়েছেন তিনি। তাঁর ব্যাটে ভর করেই ফাইনালে যাওয়ার আশায় লড়ছে নর্থ জ়োন। অন্য ম্যাচে পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে ম্যাচে নজর কাড়লেন শুভম শর্মা। সেঞ্চুরি হাতছাড়া করলেও তাঁর ৯৬ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে বড় লিড নিল মধ্যাঞ্চল। ফলে ফাইনালের দিকে এক পা এগিয়ে গেল তারা।

উত্তরাঞ্চল বনাম দক্ষিণাঞ্চল ম্যাচ

প্রথম ইনিংসে ৫৩৬ রানের বিশাল স্কোর খাড়া করে দক্ষিণাঞ্চল। জবাবে শুরুতে দুই উইকেট হারালেও লড়াই চালান শুভম খাজুরিয়া ও আয়ুষ বাদোনি। তবে দলের স্কোর যখন ১০১, তখন আউট হন বাদোনি (৫৭ বলে ৪০)।

এর পরে শুভমের সঙ্গে দলের হাল ধরেন নিশান্ত সান্ধু। ১৭১ রানের জুটি গড়েন তাঁরা। তবে তাড়াহুড়োয় শট খেলতে গিয়ে ৮২ রান করে উইকেট ছুড়ে দিয়ে আসেন নিশান্ত। তিন বল খেলে ফেরেন কানহাইয়া। ফলে ২৭২-৩ থেকে ২৭২-৫ হয়ে যায় নর্থ জ়োনের স্কোর।

Shubham Khajuria brings up a brilliant hundred for the North Zone in #DuleepTrophy . pic.twitter.com/eeGkwAOrwH

তবে হাল ছাড়েননি শুভম খাজুরিয়া। ২৪৫ বলে ১২৮ রানে অপরাজিত তিনি। এখনও পর্যন্ত মেরেছেন ২০টা চার ও একটি ছক্কা। দিন শেষে স্কোর ২৭৮-৫। শেষ দিনে লিড নেওয়ার আশায় লড়ছে উত্তরাঞ্চল।

মধ্যাঞ্চল বনাম পশ্চিমাঞ্চল ম্যাচ

আর একটি ম্যাচে প্রথম ইনিংসে ৪৩৮ রান তুলেছিল পশ্চিমাঞ্চল। কিন্তু এই বড় রান টপকে লিড নিয়েছে মধ্যাঞ্চল। সৌজন্যে দলগত প্রচেষ্টা। তবে নজর কাড়লেন শুভম শর্মা। ২৪১ বলে ৯৬ রানের ইনিংস খেললেন তিনি। রান আউট হয়ে হাতছাড়া করেছেন সেঞ্চুরি।

Shubham Sharma quiet rise deserves far more recognition.
In last 2 Ranji seasons, he has piled up 1426 runs at 89 Average with 5 centuries in just 13 games.
Today in Duleep Trophy, he once again stood tall with a composed 96 before an unfortunate run out ended his stay... pic.twitter.com/dgdNcoF9Ap

ক্যাপ্টেন রজত পতিদারের ব্যাট থেকে এসেছে ৭৭ রানের ইনিংস। মিডল অর্ডারে ১৩৪ রানের বড় জুটি গড়েন উপেন্দ্র যাদব ও হর্ষ দুবে। ৮৭ করে আউট হন উপেন্দ্র। ৭৫ রান করে ফেরেন হর্ষ। দীপক চাহারের সংগ্রহ ৩৩। দিন শেষে ১১৮ রানে এগিয়ে মধ্যাঞ্চল। শেষদিনে ম্যাচ ড্র হলে ফাইনালে যাবে মধ্যাঞ্চল।

Lading . . .