Advertisement

এশিয়া কাপের ক্যাপ্টেন্স মিটে কেন পাশাপাশি বসলেন না ভারত-পাক অধিনায়ক? প্রকাশ্যে কারণ

এই সময়

প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

ক্যাপ্টেন্স মিটে অধিনায়করা,Ei Samay,মহসিন নকভির সঙ্গে হাত মেলাচ্ছেন সূর্য
ক্যাপ্টেন্স মিটে অধিনায়করা,Ei Samay,মহসিন নকভির সঙ্গে হাত মেলাচ্ছেন সূর্য

দুবাই তৈরি এশিয়া কাপ আয়োজনের জন্য। তার আগে প্রতিটা দলের অধিনায়ককে নিয়ে হয়ে গেল ক্যাপ্টেন্স মিট। প্রতি বছরই এই ছবি দেখা যায়, এ বারও তার ব্যতিক্রম হয়নি। তবে এ বারের ক্যাপ্টেন্স মিটে দেখা গেল এক অন্য ছবি। যা বেশ অবাক করেছেন সমর্থকদের। ভারত ও পাকিস্তানের দুই অধিনায়ক একে অন্যের পাশে বসলেন না, তাঁদের মাঝে বসলেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানকে।

ঘটনাটি কী?

এ বারের এশিয়া কাপটা আলাদা। কারণ এ বার এশিয়া কাপ আয়োজিত হচ্ছে দুই দেশের মধ্যে কূটনৈতিক অশান্তির পর। এতদিন বলা হয়েছিল ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না, কিন্তু এ বার তারা খেলতে নামছে। আর খেলতে নামার আগে দুই দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ও সলমন আলি আঘাকে পাশাপাশি বসাল না আয়োজকরা। কারণ হিসেবে কিছু বলা না হলেও সূত্রের খবর, দুই শত্রু দেশের অধিনায়কের পাশে বসা নিয়ে যাতে কোনও বিতর্ক না হয় সেই কারণেই তাঁদের মাঝে রশিদ খানকে বসানো হয়েছে।

suryakumar yadav mohsin naqvi

PCB প্রধানের সঙ্গে হাত মেলান সূর্যকুমার যাদব

ক্যাপ্টেন্স মিটের আগে দেখা যায় সূর্যকুমার যাদব হাত মেলাচ্ছেন ACB প্রেসিডেন্ট মহসিন নকভির সঙ্গে। তিনি PCB চেয়ারম্যানও। সূর্যর সঙ্গে মহসিন নকভির হাত মেলানোর ছবি এখন ভাইরাল ও বিতর্ক তৈরি করেছে।

suryakumar yadav mohsin naqvi

পহেলগামে জঙ্গি হামলার পর যখন পাকিস্তানের দিকে আঙুল তোলা হয়, তখন মহসিন নকভি জানিয়েছিলেন পুরোটাই ভারতের নাটক। এর পরেও কেন সূর্য হাত মেলালেন সেই প্রশ্নটা উঠছে।

Lading . . .