Advertisement

‘চাইলে খেলবে, জোর করব না…’, বিরাট-রোহিতের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন বোর্ডকর্তা

এই সময়

প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

বিরাট-রোহিতের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন বোর্ডকর্তা,ANI,রোহিত শর্মা ও বিরাট কোহলি?,
বিরাট-রোহিতের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন বোর্ডকর্তা,ANI,রোহিত শর্মা ও বিরাট কোহলি?,

একদিকে যখন এশিয়া কাপ নিয়ে উত্তেজনার পারদ চড়ছে, তখন ফের চর্চায় উঠে এসেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। অক্টোবর মাসে ODI সিরিজ় খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে এই প্রথম জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে দেখা যাবে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। কিন্তু আদৌ ম্যাচ খেলার জন্য কতটা ফিট তাঁরা? এই জল্পনার মাঝেই প্রকাশ্যে এসেছিল ভারতীয় A দলের হয়ে তাঁদের খেলার কথা। এ বার এই নিয়ে মুখ খুললেন BCCI-এর কর্তা। কী বললেন তিনি?

অস্ট্রেলিয়া ‘A’ দলের বিরুদ্ধে তিনটি ODI ম্যাচ খেলবে ভারতীয় ‘A’ দল। শোনা যাচ্ছিল, ম্যাচ ফিট হওয়ার জন্য এই সিরিজ়ে খেলবেন দুই তারকা। এই নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। তবে তিন ম্যাচের তিনটিতেই খেলবেন না বিরাট-রোহিত, এমনটাই জানালেন বোর্ডের এক কর্তা।

🚨ROHIT & VIRAT FIT FOR AUSTRALIA ODIS; INDIA A PARTICIPATION UNCERTAIN.

“Virat Kohli and Rohit Sharma are fully fit and available for the Australia ODIs, but their participation in the India A series in Kanpur will only be considered if they need match practice, a BCCI official… pic.twitter.com/6JtqQna4Ko

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তিনটি ম্যাচে ওঁদের খেলাটা কার্যত অসম্ভব। এই নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনও। তবে ওঁদের জোর করা হবে না খেলার জন্য। যদি ম্যাচ ফিট হতে চান, তা হলে হয়তো একটা বা দুটো ম্যাচে খেলতে পারেন অস্ট্রেলিয়া সফরের আগে। কোনও পক্ষ থেকেওই কিছু জানানো হয়নি এখনও। তবে একটা জিনিস স্পষ্ট, অস্ট্রেলিয়া সফরের জন্য ওঁরা ফিট ও সম্পূর্ণ সুস্থ।’

Virat Kohli and Rohit Sharma
Rohit Sharma and Virat Kohli

অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণার আগে ভারতীয় ‘A’ দলের স্কোয়াড ঘোষণা করা হবে। তারও আগে প্রকাশ্যে আসবে ইরানি ট্রফির দল। তা ছাড়াও সেপ্টেম্বর মাসের ১১ থেকে ১৫ তারিখ পর্যন্ত চলবে দলীপ ট্রফির ফাইনাল। অজিত আগরকর এই মুহূর্তে দুবাইতে থাকায় বোর্ডের অন্যান্য নির্বাচকরা ফাইনাল ম্যাচে মাঠে থাকবেন।

সব দেখে তবেই সীমিত ওভারের সিরিজ়ের জন্য ভারতীয় ‘A’ দলের স্কোয়াড ঘোষণা করা হবে, এমনটাই জানিয়েছেন ওই বোর্ড কর্তা।

Lading . . .