
অনলাইন কেনাকাটা আরও নিরাপদ করতে ক্রোমে নতুন সুবিধা
অনলাইন কেনাকাটা আরও নিরাপদ করতে গুগল ক্রোমে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) নতুন একটি সুবিধা। এ সুবিধার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ক্রেতারা অনলাইন দোকানের মান, পণ্যের গুণাগুণ, দাম, গ্রাহকসেবা, ফেরতনীতিসহ গুরুত্বপূর্ণ দিকগুলো একনজরে জানতে পারবেন। গুগলের ভাষ্য, এটি অনলাইন কেনাকাটাকে আরও সহজ, নিরাপদ ও কার্যকর করবে।৬ আগস্ট, ২০২৫